HomeWest BengalKolkata Cityরাজ্যে ফের ম্যালেরিয়ায় মৃত্যু, ক্রমেই বাড়ছে আতঙ্ক

রাজ্যে ফের ম্যালেরিয়ায় মৃত্যু, ক্রমেই বাড়ছে আতঙ্ক

- Advertisement -

বর্ষা আসতেই রাজ্যে থাবা বসাচ্ছে ডেঙ্গি-ম্যালেরিয়া (Malaria)। প্রাণও কাড়ছে এই দুই মশাবাহিত রোগ। বেহালার সখেরবাজারের বাসিন্দা এক ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। দীর্ঘদিন থেকেই জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। টানা ১২ দিন ভর্তি ছিলেন বিষ্ণুপুরের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

অবস্থার অবনতি হওয়ায় তাঁকে টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ম্যালেরিয়ায় আক্রান্ত ৭৮ জন। ডেঙ্গির দাপটও দেখা যাচ্ছে এই জেলায়। এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্ত ১৭২ জন।

   

এবছর ডেঙ্গি আক্রান্তের নিরিখে গোটা রাজ্যের মধ্যে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৫০ জন। ঝড়ের গতিতে ডেঙ্গি-ম্যালেরিয়া ছড়ানোয় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা।

ডেঙ্গি থেকেই পরবর্তী অতিমারী? কয়েক কোটি মৃত্যুর সতর্কতা WHO-এর

ডেঙ্গি-ম্যালেরিয়া থেকে বাঁচতে কী করবেন?

জ্বর হলে একদম ফেলে রাখবেন না। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তপরীক্ষা করুন। মশারির মধ্যে ঘুমোনো অভ্যাস করুন। মশানিরোধক তেল বা ক্রিম ব্যবহার করতে পারেন। বাড়ির চারপাশে মশা যাতে না জন্মাতে পারে, তার খেয়াল রাখুন। কোনও জায়গায় জল জমে থাকলে, তা অবিলম্বে দূর করার চেষ্টা করুন। ছাদ বা বাগানে কোনও টব, বালতি বা খোলা পাত্রে যদি বৃষ্টির জল জমে থাকে, তা ফেলে দিন।

ভাইরাল ফ্লু ঠেকাতে প্রতিষেধক নিতে পারেন। কিন্তু ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো অসুখে কোনওরকম প্রতিষেধক এখনও বাজারে নেই। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমেই সাবধান হতে হবে।

Mamata Banerjee: ‘গা বাঁচানো’র ক্ষোভেই মনীশ থেকে মন সরালেন মমতা?

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular