Durga Puja: লোভনীয় ফুচকার প্যান্ডেলে চমক

ফুচকা খেতে কে না ভালোবাসে, ফুচকার কথা বললেই অনেকের জিভে জল চলে আসে। সেই ফুচকা পুজোর থিম। লোভনীয় ফুচকা দিয়ে তৈরি হয়েছে দুর্গাপুজোর মন্ডপ। লাখ…

Durga Puja: লোভনীয় ফুচকার প্যান্ডেলে চমক

ফুচকা খেতে কে না ভালোবাসে, ফুচকার কথা বললেই অনেকের জিভে জল চলে আসে। সেই ফুচকা পুজোর থিম। লোভনীয় ফুচকা দিয়ে তৈরি হয়েছে দুর্গাপুজোর মন্ডপ। লাখ লাখ ফুচকা দিয়ে তৈরি এই মন্ডপে ঢোকার পর মনে হবে আপনি ফুচকার দুনিয়ায় চলে এসেছেন। যেদিকে চোখ যায়, সেদিকেই ফুচকা। এই ফুচকার মন্ডপ সারা ফেলেছে রাজ্যে‌। বেহালার নতুন দল এবছর পুজোর থিম করেছে তুষ্টি। ফুচকা খেয়ে তুষ্ট হন না এমন খুব কম মানুষই আছেন। যে কারণে থিমের এমন নাম।

লক্ষাধিক ফুচকা দিয়ে তৈরি হয়েছে পুজো মন্ডপ। একসময় শাল পাতায় অনেক জায়গায় ফুচকা দেওয়া হত। যে কারণে শালপাতাও ব্যবহার করা হয়েছে পুজো মন্ডপে। এই প্যান্ডেল দেখতে ভিড় করছেন অনেকেই।
এই আনন্দ উৎসবে যাতে কোনওভাবেই নিরাপত্তা বিঘ্নিত না হয়, তার জন্য ময়দানে কলকাতা পুলিশও। পুজোর দিনগুলিতে শহরে চলবে কড়া নজরদারি।

   

Durga Puja: লোভনীয় ফুচকার প্যান্ডেলে চমক

Advertisements

চতুর্থীর দিন থাকছে ৪ হাজার পুলিশ কর্মী। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত শহরে মোতায়েন থাকবে ৮ হাজার পুলিশ। ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবেন ৬ হাজার পুলিশ। ৫১টি ওয়াচ টাওয়ার থাকবে শহরে নজরদারি জন্য।

Durga Puja: লোভনীয় ফুচকার প্যান্ডেলে চমক

১৬ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন দায়িত্বে। সঙ্গে ৮২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারও থাকছেন। এছাড়া ২০০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন নজরদারিতে। ৩০ টি অ্যাম্বুলেন্স থাকবে শহরের বিভিন্ন জায়গায়। শহরে থাকবে ১৬টি ক্যুইক রেসপন্স টিম বা কিউআরটি। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন থাকবে পুলিশ।