Dengue: ডেঙ্গু নগরী কলকাতার বিভিন্ন হাসপাতালে বেড বাড়িয়ে দিল পুরসভা

ভয়াবহ আকার ধারণ করছে (Dengue) ডেঙ্গু। পরিস্থিতি নিয়ে চিন্তিত কলকাতা পুরসভা। বিভিন্ন হাসপাতালে বেড বাড়াচ্ছে পৌরসভা।হাসপাতালে ৩০০ বেডের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। ডেঙ্গু মোকাবিলা করতে…

ভয়াবহ আকার ধারণ করছে (Dengue) ডেঙ্গু। পরিস্থিতি নিয়ে চিন্তিত কলকাতা পুরসভা। বিভিন্ন হাসপাতালে বেড বাড়াচ্ছে পৌরসভা।হাসপাতালে ৩০০ বেডের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা।

ডেঙ্গু মোকাবিলা করতে সক্রিয় প্রশাসন। খিদিরপুরে কলকাতা পুরসভার হাসপাতালে বেড বেড়ে হচ্ছে ১০০টি। একই সঙ্গে সেন্ট্রাল অ্যাভিনিউ ইসলামিয়া হাসপাতালেও ডেঙ্গুর জন্য ২০০টি বেড। এমনকি বেসরকারি হাসপাতালেও কোথায় কোথায় বেড খালি রয়েছে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।

ডেঙ্গু মোকাবিলায় জরুরি ভিত্তিক একটি রিভিউ বৈঠক ছিল কলকাতা পৌরসভায়। সেখানে পুরসভার আধিকারিক সহ মেয়র ফিরহাদ হাকিম ছিলেন। এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার যে হাসপাতাল রয়েছে সেখানেই ডেঙ্গু আক্রান্তের জন্য ১০০ বেড করা হচ্ছে। অর্থাৎ এই গোটা হাসপাতালটি ডেঙ্গু হাসপাতাল হিসেবে বিবেচিত হবে।

ফিরহাদ হাকিম যেহেতু ইসলামিয়া হাসপাতালের সঙ্গে যুক্ত সেখানেও ২০০ টি বেডের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি তারা হেল্পলাইন নম্বরটি চালু করে দেবে। এর সঙ্গেই কোথায় কোন সরকারি বা বেসরকারি হাসপাতালে বেড খালি রয়েছে তা জানতে পারবে ডেঙ্গু আক্রান্তের পরিবার।

ডেঙ্গু মোকাবিলার জন্য কলকাতা পুরসভার তরফ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। দক্ষিণ কলকাতার বিজয়গড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে প্রচুর মশার লার্ভা মিলেছে। যার ফলে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের উপস্থিতিতে বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকেন পৌরসভার কর্মীরা। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। এই মালিককে বারবার নোটিশ পাঠানো হয়েছিল কিন্তু কোনও লাভ হয়নি। অবশেষে তালা ভাঙতে বাধ্য হয়েছেন পুরকর্মীরা।