সামনেই দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোয় কলকাতার দুটি ক্লাবের পুজোর মুখ হতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস (Apu Biswas)।
গত বছর সাম্প্রদায়িক হিংসার জেরে বাংলাদেশে বহু জায়গায় দুর্গামূর্তি ভেঙে দেওয়ার ঘটনা বিশ্বে সমালোচিত হয়েছিল। তার প্রভাব পড়েছিল এই বাংলাতেও। এবার বঙ্গবন্ধুর অ-সাম্প্রদায়িকতার বার্তা নিয়েই বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী কলকাতার কাঁকুরগাছি যুবকবৃন্দ এবং ৬৯ পল্লী তপসিয়া গেট পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
অপু বিশ্বাস এই দুটো পুজোর মুখ বিনা পারিশ্রমিকেই হবেন বলে জানা গিয়েছে। এরই মধ্যে তার অনেকগুলো ফটোশুটও করা হয়ে গেছে। সম্প্রতি তিনি কলকাতায় একটি ছবির শুটিং করছেন আর তার ফাঁকেই দুটি ক্লাবে দুর্গা সেজে হাজির হয়েছিলেন অভিনেত্রী। একটি রূপে তাঁকে দেখা গেল লাল বেনারসিতে, সঙ্গে সোনার গয়না, গলায় পদ্মফুলের মালা। অন্য একটি রূপে তিনি পরেছেন লাল পাড় সাদা শাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা। দুটি রূপেই অসাধারণ সুন্দর মানিয়েছে ছিল ঢাকাইয়া অভিনেত্রীকে।
কলকাতায় তিনি নচিকেতা চক্রবর্তী সিনেমা “শর্টকাট” ছবির শুটিংয়ের জন্য রয়েছেন। সেই ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং অপু বিশ্বাসকে মুখ্য চরিত্রে দেখা যাবে।