চাকরি ক্ষেত্রে বাঙালির অধিকার নিয়ে সরব হল বাংলাপক্ষ

ফের চাকরি ক্ষেত্রে বাঙালির অধিকার নিয়ে সরব হল বাংলাপক্ষ। বুধবার বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে পুলিসে SI নিয়োগে ১০০ নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলকের দাবিতে ডেপুটেশন…

ফের চাকরি ক্ষেত্রে বাঙালির অধিকার নিয়ে সরব হল বাংলাপক্ষ। বুধবার বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে পুলিসে SI নিয়োগে ১০০ নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলকের দাবিতে ডেপুটেশন জমা দিল বাংলা পক্ষ।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, অমিত সেন এবং অন্যান্য সদস্যরা।
পুলিস রিক্রুটমেন্ট বোর্ডের অফিসাররা কথা বললেন বাংলা পক্ষর দুই প্রতিনিধি গর্গ চট্টোপাধ্যায় এবং কৌশিক মাইতির সঙ্গে। তবে পুলিস রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে স্মারকলিপির রিসিভ কপি দেননি।
বাংলার শহর থেকে প্রত‍্যন্ত গ্রামে বাঙালিকে দৈনন্দিন জীবনে নিশ্চয়তা ও আইনের শাসন পৌঁছে দিতে পুলিশ প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

সেই পুলিশের চাকরিতে সাব ইন্সপেক্টর (SI) একটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ পদ। বিভিন্ন থানায় অভিযোগ নিয়ে গেলে প্রথমেই এই SI পদমর্যাদার আধিকারিকদের সঙ্গেই কথা বলতে হয়। বাংলাপক্ষে’র বক্তব্য, ‘বাংলার জনসংখ‍্যার ৮৬% বাঙালি এবং তারমধ‍্যে ৮৩% শুধুই বাংলা ভাষায় কথা বলেন। সুতরাং ভাষা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অভিযোগকারী ও পুলিশ আধিকারিকের সমন্বয়ের ক্ষেত্রে। বাংলায় বাংলাভাষী পুলিশ আধিকারিক হবেন এটাই স্বাভাবিক।
ভারতের অন‍্যান‍্য রাজ‍্যের এই সাব ইন্সপেক্টর পদমর্যাদায় নিয়োগ পরীক্ষায় রাজ‍্যের মূল ভাষার একটি পরীক্ষা বাধ‍্যতামূলক ভাবেই রাখা হয়। যেমন- গুজরাতে ১০০ নম্বর গুজরাটি, তামিলনাড়ুতে ১০০ নম্বর তামিল, অন্ধ্র ও তেলেঙ্গানায় ১০০ তেলেগু, বিহারে ২০০, উত্তরপ্রদেশে ১০০ এবং রাজস্থানে ২০০ নম্বর হিন্দি, কর্ণাটকে ৫০ নম্বর কণ্ণড় বাধ‍্যতামূলক, পাঞ্জাব, মহারাষ্ট্রেও রাজ‍্যের মূলভাষার পরীক্ষা বাধ‍্যতামূলক। কিন্তু দুর্ভাগ‍্যজনক যে ৮৬% বাঙালির রাজ‍্যে তিন নং পেপারে (Paper-III) ভাষার পরীক্ষায় বাংলা ও নেপালীর সঙ্গে হিন্দি এবং উর্দু রয়েছে। এর ফলে বাংলা না জেনেই বাংলার পুলিশে S.I পদমর্যাদার অতি গুরুত্বপূর্ণ চাকরি পাওয়া যায়।
এরফলে যেমন বাংলার চাকরি বাংলার বাইরে থেকে এসেও পাওয়া যায় তেমনি প্রশাসন ও সাধারন বাঙালির মধ‍্যে ভাষাগত ব‍্যবধান থেকেই অবিশ্বাসের অবাঞ্চিত বাতাবরণ তৈরী হয়।
আমরা দেখেছি অতীতে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় আপনারা নিয়োগ প্রক্রিয়া সংশোধন করে শুধুমাত্র বাংলা ও নেপালী ভাষা রেখেছিলেন, এরফলে যেমন চাকরিপ্রার্থী বাঙালি উপকৃত হয়েছে তেমনি সাধারন বাঙালি জনসাধারনও উপকৃত। আমরা আশা রাখি S.I নিয়োগের পরীক্ষাতেও দ্রুত সংশোধনী এনে বাংলা (দার্জিলিঙে নেপালী) ভাষার ন‍্যূনতম ১০০ নম্বরের পরীক্ষা বাধ‍্যতামূলক করবেন।’