Avishek Banerjee: বাংলাকে কলুষিত করে বাংলা দখলের চেষ্টা ছিল বিজেপির, দাবি অভিষেকের

একটি ৩২ মিনিটের ভিডিও ক্লিপ! যা নাড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিকে। অনেকে বলছেন স্ট্রিং আপারেশন । আবার অনেকে বলছেন এটি গোট আপ গেম! কারুর দাবি ভোটের…

avishek banerjee

একটি ৩২ মিনিটের ভিডিও ক্লিপ! যা নাড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিকে। অনেকে বলছেন স্ট্রিং আপারেশন । আবার অনেকে বলছেন এটি গোট আপ গেম! কারুর দাবি ভোটের মুখে এটি তৃণমূলের বোমা বিস্ফোরণের মতো! একটি ভিডিও, যেখানে একজন বলছেন যে সন্দেশখালির অত্যাচারের ঘটনা মিথ্যে। রেখা পাত্র সাজানো কথা বলেছে! ভিডিওর বক্তা এক বিজেপির মণ্ডল সভাপতি। যদিও সেই ভিডিওর সত্যতা কলকাতা ২৪x৭ যাচাই করেনি। সেই ভিডিওর বক্তব্য নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ” বিজেপির একটা নির্লজ্জ চেষ্টা প্রকাশ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন, সন্দেশখালিতে যা বলা হচ্ছে, তা হয়নি। ” প্রশ্ন উঠেছে সত্যি তাই? যদিও ভিডিওতে দেখানো ব্যক্তির অভিযোগ, কণ্ঠস্বর তাঁর নয়!

অভিষেক বলছেন ”ভিডিয়োতে উনি বলেছেন, ‘তাবড় তাবড় মাল’কে গ্রেফতার করানোর কথা। আবারও প্রশ্ন উঠেছে কে এই তাবড় তাবড় ? অভিষেক আরও বললেন, ”পরিকল্পনা করে সন্দেশখালিতে রোবটও নামিয়ে দিল ওরা। যেন মনে হচ্ছিল চাঁদে চন্দ্রযানের প্রজ্ঞান নামছে। এই সব কিছুই দেখানোর জন্য। সব পরিকল্পিত। ” অভিষেক দাবি করেন, ” অভিষেক বলছেন, ‘‘গঙ্গাধর বলেছে ২০০০টাকা দিয়ে অভিযোগ দায়ের করিয়েছে বাংলায়। রেখা পাত্র যিনি ওই এলাকার লোকসভা ভোটের প্রার্থী তিনিও ওই ২০০০ টাকার বিনিময়েই অভিযোগ করেছিলেন।” তিনি আরও বললেন, ” অভিষেক বললেন, ‘‘বিজেপির নেতারা বলতেন, সন্দেশখালি করবে তৃণমূলের চেয়ার খালি। আর আজকের ভিডিয়ো বুঝিয়ে দিয়েছে বিজেপি দলটাই জালি।”

   

সন্দেশখালি প্রসঙ্গ ছাড়াও তাঁর মুখে উঠে এলো রাজ্যপালের প্রসঙ্গ। তিনি বললেন, ” রাজ্যপালের একটুও চক্ষুলজ্জা থাকলে পদ ছেড়ে দেওয়া উচিত। বাংলার মানুষের উচিত রাজভবন বয়কট করা। রাজ্যপাল যদি স্বচ্ছ হন, তা হলে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন?” এখানেই শেষ নয় তিনি আক্রমণ করলেন শুভেন্দুকে। শুভেন্দুকে কটাক্ষ করে বললেন, ”ওই বেইমানটাকে বলবেন, আমি ওকে বেইমান বলছি, গদ্দার বলছি, ঘুষখোর বলছি। কী করবে করে নিক।” তিনি দাবি করেন, বাংলায় ওরা থাকছে, খাচ্ছে আর বাংলার নাম কলুষিত করছে। আসলে বাংলাকে কলুষিত করে দখল করার পরিকল্পনা ছিল বিজেপির।