TMC: ‘কারুর কাছে হাত পাততে হবে না’ আবাস নিয়ে দাবি তৃণমূল সেনাপতির

লোকসভা নির্বাচনী প্রচারে শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করলেন। এই সভায় ভিড় উপছে পড়ছিল। মূলত দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীর জন্য শুক্রবার দুপুর তিনটের…

abhishek banerjee

লোকসভা নির্বাচনী প্রচারে শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করলেন। এই সভায় ভিড় উপছে পড়ছিল। মূলত দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীর জন্য শুক্রবার দুপুর তিনটের সময় তিনি জনগর্জন সভায় পৌঁছান। কীর্তি আজাদ এবং ডাক্তার শর্মিলা সরকারের হয়ে তিনি আজ প্রচারে আসেন পূর্ব বর্ধমানে। এদিন তিনি মাইক হাতে নিয়ে বলেন, ”নির্দিষ্ট সময়ের একটু আগেই চলে এলাম।” কথাটা বলার সঙ্গে সঙ্গে হাততালিতে ফেটে পড়ে চারিদিক।

তিনি আবার বিজেপির উদ্দেশ্যে বলে, ” ২০০ ঘণ্টা পার, কোথায় বিজেপির নেতা? ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন।” তিনি আরও যুক্ত করলেন, ”এটা প্রতিবাদের ভোট, এটা প্রতিরোধের ভোট, এটা প্রতিশোধের ভোট।”

তাঁর মুখে ফের শোনা গেল, আবাস দুর্নীতির তত্ত্ব। তিনি আবার বললেন, ” ওরা যদি কাগজ দেখাতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেব।” আধার আর প্যান লিঙ্ক করার নামে ১০০০টাকা নিয়ে মোদী পালিয়ে যাচ্ছেন বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে মা-মাটি-মানুষের সরকারের ভূয়সী প্রশংসা করেন। লক্ষ্মীর ভাণ্ডারের কথা তুলে ধরে তিনি বলেন, ” দিদি বলেছিলেন পরিবারের একজন মহিলা সদস্যকে লক্ষ্মীর ভাণ্ডার দেবে কিন্তু পরিবারের সব মহিলা সদস্যকেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। এটাই দিদির গ্যারেন্টি।”

তিনি আরও বলেন, ”কারুর কাছে হাত পাততে হবে না। বাড়ির টাকা দিদি দেবে।” তিনি সভাস্থলে একটি ভিডিও দেখিয়ে দাবি করেন, বিজেপি কী করে মানুষকে বোকা বানাচ্ছে।