সিজিওতে তলব টালা থানার এসআই, অভীক-বিরূপাক্ষকে

আরজি কর কাণ্ডে (RG kar case) অব্যাহত সিবিআই তদন্ত। এবার সেই সূত্রেই রবিবার সিজিও কমপ্লেক্সে তলব করা হল টালা থানার সাব ইন্সপেক্টর রবিবার সকালে সিবিআই…

Avik Dey and Birupakhsah biswas summon at cgo complex on rg kar case

আরজি কর কাণ্ডে (RG kar case) অব্যাহত সিবিআই তদন্ত। এবার সেই সূত্রেই রবিবার সিজিও কমপ্লেক্সে তলব করা হল টালা থানার সাব ইন্সপেক্টর রবিবার সকালে সিবিআই দফতরে হাজিরা দেন তিনি। সেখানেই বেশ কিছুক্ষণ তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকেরা। আরজি কর মামলাতেই শনিবার জিজ্ঞাসাবাদ করা হয় চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-কে। রবিবার সকালে আবার বিরূপাক্ষ সিজিওতে হাজিরা দিয়েছেন। সিবিআই সূত্রের খবর, রবিবার তলব করা হয়েছে অভীককেও। 

প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতিকে কুণালের শুভেচ্ছা!

   

মহিলা জুনিয়র ডাক্তার খুন ও ধর্ষণকাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। প্রমাণ লোপাট ও তদন্তে গাফিলতির অভিযোগে মামলা রুজু হয়েছে তাঁদের বিরুদ্ধে।

ক্ষমতায় আসছে শ্রীলঙ্কার ‘বামফ্রন্ট’, দ্বীপদেশের ব্যালটে লাল সুনামি

কোথায় কীভাবে প্রমান লোপাট ও হল সে সব বিষয়ে খতিয়ে দেখতেই এসআইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ওসির বয়ানের সঙ্গে মিলিয়ে দেখবেন তদন্তকারীরা। কোথাও অসঙ্গতি দেখলেই ফের চেপে ধরা হবে ধৃতদের।

টলিপাড়ায় থ্রেট কালচার, গায়ে আগুন দিয়ে শিল্পীর আত্মহত্যার চেষ্টা!

অন্যদিকে, আরজি কর কাণ্ডে সন্দীপ ঘনিষ্ট অভীক দত্ত ও বিরূপাক্ষ বিশ্বাসকেও শনিবার সিজিওতে তলব করে সিবিআই। বর্ধমান মেডিক্যাল কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগে সেখান থেকে বহিস্কৃত করা হয় বিরূপাক্ষকে। পরে তাঁকে কাকদ্বীপে বদলি করলেও সেখানেও তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখান হাসপাতালের কর্মীরা। তারফলে অপসারন করা হয় তাঁকে। পরবর্তীতে অভীক ও বিরূপাক্ষকে সাসপেন্ড করে রাজ্যের স্বাস্থ্য দফতর।