ভোটের মুখে BJP সভাপতির বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

লোকসভা ভোটের মুখে এবার হামলার শিকার হলেন বিজেপি (BJP) সভাপতি। জানা গিয়েছে, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়িতে ‘হামলা’-র অভিযোগ উঠেছে, ঘটনায় কাঠগড়ায় তোলা…

Rajasthan,CM, Breaking News

লোকসভা ভোটের মুখে এবার হামলার শিকার হলেন বিজেপি (BJP) সভাপতি। জানা গিয়েছে, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়িতে ‘হামলা’-র অভিযোগ উঠেছে, ঘটনায় কাঠগড়ায় তোলা হল তৃণমূলকে।

জানা গিয়েছে, ভেঙে ফেলা হয়েছে বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের বাড়ির সিসি ক্যামেরা। তাঁর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। আততায়ীদের লক্ষ্য তিনিই ছিলেন বলে অভিযোগ।

 

Advertisements

এদিকে এহেন ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আমহার্স্ট স্ট্রিট থানা। বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। অন্যদিকে পাল্টা স্লোগান দিল তৃণমূল। দুই তরফকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। 

তমোঘ্ন ঘোষের অভিযোগ, ‘রাতের অন্ধকারে আমার ওপর হামলার ছক কষছে তৃণমূল। তৃণমূল বুঝতে পারছে তাপস রায় জিতছে তাই এমন করছে। ওরা কি ভাবছে যে আমি ভয়ে পেয়ে পালিয়ে যাবো? মোটেই না। চোখে চোখ রেখে লড়াই হবার তৃণমূলের সঙ্গে।’