Attack On ED: সন্দেশখালিতে হামলার ‘ফল ভুগতে হবে’, মমতা সরকারকে বোসের হুঁশিয়ারি

রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত ইডি (Attack On ED)। দেশ জুড়ে তীব্র আলোচনা। যেভাবে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজানের অনুগামীরা হামলা করেছিল তাতে ক্ষুব্ধ…

Attack On ED: সন্দেশখালিতে হামলার ‘ফল ভুগতে হবে’, মমতা সরকারকে বোসের হুঁশিয়ারি

রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত ইডি (Attack On ED)। দেশ জুড়ে তীব্র আলোচনা। যেভাবে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজানের অনুগামীরা হামলা করেছিল তাতে ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন ফল ভুগতে হবে। রাজ্যপালের হুঁশিয়ারিতে বিতর্ক বাড়ল।

সকালে রেশন দুর্নীতির তদন্তে ধৃত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শাহজানের বাড়িতে ঢুকতে গিয়ে মার খেয়ে পালান ইডি অফিসার ও রক্ষীরা। তাদের রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়ে। এই ঘটনায় প্রথমে তীব্র প্রতিক্রিয়া দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গাঙ্গুলি। তিনি বলেন , “বাংলার রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। তদন্তকারীরা যদি অকুস্থলে মার খান, তবে তদন্ত হবে কীভাবে?” এরপরই মুখ খুললেন রাজ্যপাল।

সন্দেশখালির ঘটনায় সরাসরি রাজ্য প্রশাসনকেই দায়ী করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে রীতিমতো ‘ফল ভুগতে হবে’ বলে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি। গোটা ঘটনাটিকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়ে রাজ্যপাল বলেন, “সরকারের উচিত গণতন্ত্রে এই ধরনের বর্বরতাকে রোখা। কিন্তু সরকার যদি তার প্রাথমিক দায়িত্ব পালন করতে না পারে, তবে দেশের সংবিধান উপযুক্ত পদক্ষেপ করবে।” সংবিধানের অবমাননা করা হলে রাজ্যপাল হিসাবে তিনি ঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ নেবেন বলেও জানান বোস।

Advertisements

এরসঙ্গে তিনি আরো বলেন, “এটি (ইডি টিমের উপর হামলা) একটি জঘন্য ঘটনা। এটি উদ্বেগজনক এবং দুঃখজনক। একটি সভ্য সরকারকে গণতন্ত্রে বর্বরতা ও ভাঙচুর বন্ধ করতে হবে”।

এরসঙ্গে তিনি তার X হ্যান্ডেলে লিখেছেন, ভয়াবহ। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। সন্দেশখালিতে ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানরা নির্মমভাবে আক্রমণের কবলে পড়েছে, উত্তর ২৪ পরগনা জেলার, টিএমসি নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালানোর সময়। আমি সন্দেহ করি যে জাতীয় বিরোধীদের মধ্যে উপস্থিত রয়েছে আক্রমণকারী”।