Partha Chatterjee: জেলবন্দি পার্থকে বিধানসভায় আসার চিঠি

আগামী ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন৷ ১২ তারিখ বিধানসভার বিজনেজ অ্যাডভাইসরি কমিটির বৈঠক৷ সেই বৈঠকে ডাকা হয়েছে জেল হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায় (Partha…

আগামী ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন৷ ১২ তারিখ বিধানসভার বিজনেজ অ্যাডভাইসরি কমিটির বৈঠক৷ সেই বৈঠকে ডাকা হয়েছে জেল হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)-কে। অধ্যক্ষের তরফে এই চিঠি পাঠানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে।

অধ্যক্ষের তরফে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী না থাকলেও তিনি বিধায়ক। দীর্ঘদিন ধরে বিজনেজ অ্যাডভাইসরি কমিটির সদস্য ছিলেন তিনি৷ এই মুহুর্তে ইডির তরফে জানানো হয়নি কোথায় পার্থ চট্টোপাধ্যায়। তাই নিয়ম মেনে আমন্ত্রণ জানানো হয়েছে। অধ্যক্ষের তরফে আরও জানানো হয়েছে। বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থান বদল করা হলেও আসন বরাদ্দ রয়েছে৷ তাই আমন্ত্রণ জানানো হয়েছে ধৃত মন্ত্রীকে৷

এএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে বিপুুল কালো টাকা ও সম্পত্তি উদ্ধার হয় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে। এরপর ইডি গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে। দুজনেই এখনও জেলে।