Coal Scam: রুজিরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) ফের অস্বস্তিতে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। এবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। সূত্রের খবর,…

Abhisekh banerjee wife Rujira banerjee

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) ফের অস্বস্তিতে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। এবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডে আগামী ২০ আগস্টের মধ্যে আদালতের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।

উল্লেখ্য, এর আগে একাধিকবার কয়লা পাচারকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। যদিও বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন রুজিরা।

শনিবার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে বলেন, সুপ্রিম কোর্টে তাঁরা আবেদন জানিয়েছেন। পাল্টা ইডির আইনজীবীর তরফে জানানো হয়েছে, আবেদন জানানো হলেও একবারও শুনানি হয়নি। তাই ইডির দফতরে হাজিরা না দিয়ে মামলাকে প্রভাবিত করছেন তিনি।

Advertisements

এদিকে এই একই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইডি দু’বার জিজ্ঞাসাবাদ করলেও, তাঁর স্ত্রী রুজিরাকে সমন জারি করা সত্ত্বেও এখনও পর্যন্ত ইডির সামনে হাজির হননি।