BJP: দলীয় কর্মীদের অত্যাচারের হাত থেকে বাঁচাতে তৃণমূলে যোগ, দাবি অর্জুনের

অর্জুন সিং-এর আবার ঘরে ফেরা। অর্জুন সিং অবশেষে যোগ দিলেন বিজেপিতে। সঙ্গে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। এদিন অর্জুন সিং বলেন, ” দলের কর্মীদের অত্যাচারের হাত…

ARJUN JOINS BJP

অর্জুন সিং-এর আবার ঘরে ফেরা। অর্জুন সিং অবশেষে যোগ দিলেন বিজেপিতে। সঙ্গে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। এদিন অর্জুন সিং বলেন, ” দলের কর্মীদের অত্যাচারের হাত থেকে বাঁচাতে তৃণমূলে যোগ দিয়েছিলাম। ” তিনি আরও যুক্ত করেন, ” বানলার প্রতিটা বিধানসভা সন্দেশখালী হয়ে গিয়েছে। ” তাঁর মুখে নরেন্দ্র মোদীর সুনাম শোনা যায়। শুধু তাই নয়, তিনি বলেন। ” দলে থেকে সন্দেশখালি নিয়ে কথা যাচ্ছে না।” আরও বলেন যে, ” মতুয়া ভাইদের জন্য আমি খুশি। তারা এবার নাগরিকত্ব পাবে।”

অন্যদিকে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর বক্তব্য, ” বাংলার মা মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই উনি চুপ থাকছেন কিন্তু মহিলারা যখন অত্যাচারিত হচ্ছেন তখন তিনি চুপ। সন্দেশখালি এখন দেশের বিষয় হয়ে গিয়েছে।”

উল্লেখ্য মাত্র দু’বছরের মধ্যে আবার বিজেপিতে ফিরলেন অর্জুন সিং। ২০১৯ সালে লোকসভা ভোটের টিকিট না পেয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

বাংলার শুধুমাত্র অরাজকতা এবং অত্যাচার চলছে বলে দাবি করেন বাহুবলী এই নেতা। এখানেই শেষ নয় তিনি আরও দাবি করেন যে এই অত্যাচারের হাত থেকে বাঁচাতে পারেন একমাত্র মোদীজি। তিনি দাবি করেন পুলিশ দলদাসে পরিণত হয়েছে।

প্রসঙ্গত দিবেন্দ্যু অধিকারী অর্জুন সিংকে ‘দাদা’ বলে সম্বোধন করেন। দুজনের মুখেই মহিলাদের নির্যাতন এবং সন্দেশখালি প্রসঙ্গ। তবে ব্যারাকপুরে কি অর্জুন সিংই বিজেপির টিকিটে ভোটে লড়বেন, সেটাই দেখার।