Loksabha election 2024: পোস্টাল ব্যালাটের সময় তৃনমূল ইউনিয়নের ‘দাদাগিরি’, পুলিশকে প্রভাবিত করার অভিযোগ অর্জুনের

হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট। ব্যারাকপুরের হাইভোল্টেজ ফাইট। তৃনমূলের প্রার্থী পার্থ ভৌমিক বিপরীতে বিজেপির অর্জুন সিং। এমনিতেই ভোটের উত্তাপে…

arjun singh

হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট। ব্যারাকপুরের হাইভোল্টেজ ফাইট। তৃনমূলের প্রার্থী পার্থ ভৌমিক বিপরীতে বিজেপির অর্জুন সিং। এমনিতেই ভোটের উত্তাপে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পারদ একদম তুঙ্গে। তবে ব্যারাকপুরে কান পাতালেই শোনা যাচ্ছে দুই প্রার্থীই প্রবল চাপে আছেন। তবে এই উত্তাপের মধ্যেই এক মারাত্মক এক অভিযোগ করে বসলেন ব্যারাকপুরের বাহুবলী অর্জুন সিং। তিনি বৃহস্পতিবার সমাজমাধ্যমে দুটি ছবি পোস্ট করে অভিযোগ তোলেন যে, ব্যারাকপুরে পুলিশ কর্মীদের একাংশকে ভোটদানে প্রভাবিত করছে তৃনমূলের ইউনিয়নের কয়েকজন।

তিনি এইদিন সমাজমাধ্যমে দুটি ছবি পোস্ট করে উল্লেখ করেন। তাঁর কথায়, ‘ পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনকেও প্রহসনে পরিণত করেছে।ব্যারাকপুর ট্রেজারি-২-এ পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালট ভোটের সময়, টিএমসি নিয়ন্ত্রিত ইউনিয়নের দ্বারা পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছিল।পুলিশ কর্মীরা টিএমসি-র পক্ষে তাদের ভোট দিয়েছেন তা প্রমাণ করার জন্য তাদের ভোট দেওয়ার পরে ব্যালট পেপারের একটি ছবি তুলতে হবে। শুধু তাই নয়,তিনি প্রশ্ন করেছেন, এই ধরনের নির্দেশ কিভাবে অনুমোদিত হতে পারে?

   

arjun singh

পোস্টাল ব্যালটের ভোটগ্রহণের সময় মোবাইল ফোন কেন দেওয়া হয়েছিল? তাঁর আরও মারাত্মক অভিযোগ, ব্যারাকপুরের পুলিশ কমিশনার নিরপেক্ষ তো নন, বরং তিনি রীতিমত তৃণমূলের জেলা সভাপতির মত আচরণ করছেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোতায়েন করে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর পর পোস্টাল ব্যালট পুনঃভোটের নির্দেশ দেওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন। শেষ পর্যন্ত কি তাঁর অনুরোধে উত্তর দেবে নির্বাচন কমিশন, সেটাই এখন দেখার বিষয়। তবে তৃনমূল এই বিষয়ে কিছু বলতে চাইনি।