BJP: বিজেপির টিকিটেই ব্যারাকপুরের প্রার্থী অর্জুন!

  ‘আমি বিজেপির সাংসদ। আগামীদিনে বিজেপিরই সাংসদ হতে পারি।’ দীর্ঘ জল্পনার পর অবশেষে খোলস ছেড়ে বেরোলেন অর্জুন সিং। টিকিট না পেয়ে এবার সরাসরি ঘোষণা করলেন…

Arjun Singh is joining BJP

 

‘আমি বিজেপির সাংসদ। আগামীদিনে বিজেপিরই সাংসদ হতে পারি।’ দীর্ঘ জল্পনার পর অবশেষে খোলস ছেড়ে বেরোলেন অর্জুন সিং। টিকিট না পেয়ে এবার সরাসরি ঘোষণা করলেন আগামীদিনে তিনি বিজেপির সাংসদ হবেন।

   

ঘটনার সূত্রপাত ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভা মঞ্চ থেকেই। তৃণমূলের ৪২ প্রার্থীর নাম ঘোষণা করেন অভিষেক। সেই তালিকায় নাম ছিল না অর্জুন সিং এর। তারপর থেকেই শুরু বিদ্রোহ। ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিককে প্রার্থী করায় তেলে বেগুনে জ্বলে ওঠেন অর্জুন। টিকিট না পেয়ে বিজেপিতে ফিরবেন অর্জুন, এমনই জল্পনা ঘোরা ফেরা করছিল রাজনৈতিক মহলের অলিন্দে। অবশেষে জল্পনার অবসান ঘটালেন অর্জুনই। জানিয়ে দিলেন আগামীদিনে তিনি বিজেপির সাংসদ হতে পারেন।

অন্যদিকে এদিন শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে মমতা জানান, ‘অর্জুন তো বিজেপিরই সাংসদ। ও সাংসদ পদ ছাড়েনি।’ মমতার এই কথায় অর্জুনের প্রশ্ন, বিজেপির সাংসদ তৃণমূলের ব্রিগেড মঞ্চে তাহলে কী করছিল?

যদিও অর্জুনকে বরাহনগরের প্রার্থী করতে চেয়ে প্রস্তাবও দেওয়া হয়। তবে প্রত্যাখ্যান করেন অর্জুন বলেই খবর। তবে ভোটের আগে এই ঘটনা নতুন নয়। টিকিট না পেয়ে সর্বত্রই ক্ষোভ এর আগুন। ২০২৯ এ লোকসভা ভোটেও টিকিট না পেয়ে অর্জুন সিং বিজেপিতে যোগ দেয়। তারপর বিজেপির টিকিটে ভোটে জিতে আবার ফেরেন তৃণমূলে। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হবে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।