ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর দাবি ঘিরে শোরগোল পরে গেল। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ব্যারাকপুর জুড়ে ততই উত্তাপ বাড়ছে। বুধবার সকালে অর্জুন সিং-এর তরফে দাবি করা হয়, তাঁর বাড়ির পাশে নজরদারি চালাচ্ছে প্রশাসন। শুধু তাই নয়, তাঁর বাড়ির চারিপাশে সিসিটিভি বসানো হয়েছে বলেও অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে তিনি আদালতের দারস্থ হয়েছে বলেও জানা গিয়েছে।
Paschim Medinipur: সঠিক চিকিৎসার দাবিতে মন্ত্রী বীরবাহার পা ধরে রোগী পরিবারের কান্না
তৃণমূল থেকে বিজেপিতে গিয়েই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট পেয়েছেন অর্জুন সিং। তাঁর বিরুদ্ধে তৃনমূলের প্রার্থী তাঁরই ‘বন্ধু’ পার্থ ভৌমিক। বরাবরই ব্যারাকপুর শিল্পাঞ্চল ভোটের আগে খবরের শিরোনামে উঠে আসে, এইবারও সেই ছবির ব্যতিক্রম হয়নি। বুধবার সকালে অর্জুন সিং-এর আইনজীবীর তরফে জানানো হয়, তাঁর বাড়িতে কে আসছে, কে যাচ্ছে সেই খতিয়ান রাখছে রাজ্য পুলিশ। চলছে তীক্ষ্ণ নজরদারি।
Maoist Activities: আর জঙ্গলমহল নয়, এবার মাওবাদীরা ‘সক্রিয়’ বাংলাদেশ সীমান্তে
অর্জুন সিং এহেন অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে ব্যারাকপুরের রাজ্য রাজনীতিতে। সূত্র মারফত জানা গিয়েছে, অর্জুন সিং-এর আইনজীবী বুধবার কলকাতা হাইকোর্টে-এই মামলা দাখিল করলে বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলার অনুমতি দিয়েছেন। প্রসঙ্গত আগামী ২০মে এই লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। তৃণমূল-বিজেপি প্রার্থী ঘোষণা করলেও এই কেন্দ্রে এখনও পর্যন্ত বাকি কোনও রাজনৈতিক দল তাঁদের প্রার্থী দিতে পারেনি।