Arabul Islam:পুলিশের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ, জেলবন্দি আরাবুল গেল হাইকোর্টে

পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর আইনজীবীর তরফে দাবি করা হয়েছে , তাঁর নামে মোট কতগুলো কেস আছে…

arabul islam

পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর আইনজীবীর তরফে দাবি করা হয়েছে , তাঁর নামে মোট কতগুলো কেস আছে সেই তথ্য জানতে চাওয়া হয় কলকাতা পুলিশের কাছে কিন্তু তাদের তরফে কোনও সুদুত্তর পাওয়া যায়নি বলে আরাবুল ইসলাম হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বলে জানা গিয়েছে।

৮ ফেব্রুয়ারি তোলাবাজি ও খুনের অভিযোগে গ্রেফতার হয় আরাবুল ইসলাম।পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন খুন হয়েছিলেন মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী। খুনের অভিযোগে প্রথমেই নাম ছিল আরাবুলের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

Advertisements

যদিও এর আগেও তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগসহ একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু এইবার অভিযোগ, নিত্য নতুন মামলায় পুলিশ আরাবুলকে ফাঁসানোর চেষ্টা করছে।নতুন নতুন কেস দিয়ে তাঁকে কোণঠাসা করা হচ্ছে। ভোটের মুখে তাঁর এই অভিযোগে চাঞ্চল্য তৈরি হয়েছে।