High Court: এক তৃণমূল নেতার বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ অন্য এক তৃণমূল নেতার

আদালতে বিস্ফোরক অভিযোগ করলেন আরাবুল ইসলাম। তাঁর অভিযোগের তীর শওকত মোল্লার দিকে। সোমবার আদালতে আরাবুলের আইনজীবীর অভিযোগ, শওকতের প্ররোচনাতেই আরাবুলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা…

arabul-soukat

আদালতে বিস্ফোরক অভিযোগ করলেন আরাবুল ইসলাম। তাঁর অভিযোগের তীর শওকত মোল্লার দিকে। সোমবার আদালতে আরাবুলের আইনজীবীর অভিযোগ, শওকতের প্ররোচনাতেই আরাবুলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত শওকত মোল্লা ভাঙড় পূর্বের তৃণমূল বিধায়ক। কিছুদিন আগেই রাজ্য পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে তিনি কলকাতা হাইকোর্টে দারস্থ হয়ে ছিলেন।

সোমবার আদালত তাঁর ডাকে সারা দিয়েছে। তাঁর বিরুদ্ধে ঠিক কতগুলো মামলা আছে, জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বহুদিন দিন ধরেইআরাবুল ইসলাম ও শওকত মোল্লাদের অন্দরের কোন্দল শোনা যেত। এইবার সেই কোন্দল একদম বাইরে বেরিয়ে এলো। নিত্য নতুন মামলায় পুলিশ আরাবুলকে ফাঁসানোর চেষ্টা করছে। সেই নিয়েই পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার মামলা রুজু করেন আরাবুলের আইনজীবী এবং এই সবকিছুর পিছনে শওকত মোল্লার হাত থাকতে পারে বলে মনে করা করছেন আরাবুল ইসলাম।

গত ৮ ফেব্রুয়ারি তোলাবাজি ও খুনের অভিযোগে গ্রেফতার হন আরাবুল ইসলাম। ২০২৩ এর ১৫ এপ্রিল পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে গিয়ে খুন হয়েছিলেন মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী। সেই ঘটনায় নাম জড়ায় আরাবুলের। ২০২৩ সালের মামলায় হঠাৎ করেই চলতি বছর ৮ ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। অতর্কিতে হানা দিয়ে বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে আসে পুলিশ। তারপর থেকে তিনি জেলবন্দি। আগামী ১৬ তারিখ এই মামলার পরবর্তী শুনানি।