Job Scam: ডোম পদে বাড়ছে আবেদন, নিয়োগ দুর্নীতিতে কমছে টেট আগ্রহ

চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছে। ডোমের চাকরিতে লম্বা লাইন থাকলেও টেটে কমছে আবেদন। চাকরি না হওয়াই কি কমাচ্ছে টেটের আবেদন। ২০২২ সালে টেটে আবেদন…

চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছে। ডোমের চাকরিতে লম্বা লাইন থাকলেও টেটে কমছে আবেদন। চাকরি না হওয়াই কি কমাচ্ছে টেটের আবেদন। ২০২২ সালে টেটে আবেদন ছিল ৭ লক্ষ। এবারের টেটে আবেদন ৩ লক্ষ ১০ হাজার মতো। কেন কমেছে আবেদনকারীর সংখ্যা উঠছে প্রশ্ন। নিয়োগ জটে গুরুত্ব কমছে টেটের। ২০২১ সালে NRS-এ ডোমের ৬ টি শূণ্যপদে আবেদন জমা পড়ে কয়েক হাজার। স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়াররা আবেদন করে। টেট পাশ করে ৯ বছরে অবস্থানে চাকরি প্রার্থীরা।

একজন বিক্ষোভকারী চাকরিপ্রার্থীর কথায়, এ ঘটনা শুধুমাত্র নিয়োগ না হওয়ার জন্য। যা নিয়োগ হয়েছে সবই পর্ষদের হেডরা জেলে বসে রয়েছে। ভবিষ্যত প্রজন্ম শিক্ষকতা করতে অনিচ্ছুক। তারা আমাদের দেখছে। আমরা এতদিন ধরে বিক্ষোভ করছি। এতদিন টেটের ফর্মের দাম ছিল ১৫০ টাকা। এখন সেটা ৫০০ টাকা। বেকার ভাইবোনেরা তাই ফর্ম ভরতে পারেনি।

   

আরও এক চাকরিপ্রার্থীর কথায়, এটা শিক্ষক সমাজকে কলুষিত করেছে। আমাদের পরবর্তী জেনারেশন তারা আমাদের দেখছে। কেউই চাকরি পাচ্ছেনা। টেট হচ্ছে, নিয়োগ হচ্ছেনা। আমরা সমাজ গড়ে তুলতে চেয়েছিলাম। বর্তমানে পার্টির ক্যাডার হলে কিছু অন্ন তুলে দিতে পারতাম মা-বাবার মুখে। আমারা সরকারের সাথে কথা বলতে চেয়েছিলাম। ওরা আমাদের মধ্যে ভাগ করে দিয়েছে বি‌এড, ডিএড।

আন্দোলন ছাড়া আর কোনো পথ দেখতে পাচ্ছেনা। সরকারের সদিচ্ছা নেই। পদশূণ্য থাকছে। প্রতিনিয়ত স্কুলগুলি বন্ধ হতে চলেছে শিক্ষকের অভাবে।