গরু পাচারকাণ্ডে রক্ষা কবচ পেলেন না অনুব্রত

ফের হাইকোর্টে ধাক্কা খেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচারকাণ্ডে শুক্রবার রক্ষা কবচ দেওয়া হল না বীরভূমের এই দাপুটে নেতাকে। আদালত মনে করছে, তদন্তের প্রাথমিক…

ফের হাইকোর্টে ধাক্কা খেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচারকাণ্ডে শুক্রবার রক্ষা কবচ দেওয়া হল না বীরভূমের এই দাপুটে নেতাকে। আদালত মনে করছে, তদন্তের প্রাথমিক স্তরে কোন ভাবেই হস্তক্ষেপ নয়।

আদালতের তরফ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। বিকল্প আইনি ব্যবস্থা আছে, চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন অনুব্রত। এদিন আদালত প্রশ্ন তোলে, এই ঘটনায় হাইকোর্ট বারবার কেন হস্তক্ষেপ করবে? 

   

গরুপাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সিবিআই রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়। অনুব্রত মণ্ডলের পক্ষের আইনজীবী কিশোর দত্ত এবং সন্দীপ গাঙ্গুলি জানান, ‘কেন সিবিআই নোটিশ চ্যালেঞ্জ ।’ অনুব্রত মণ্ডল জানান, ‘শারীরিকভাবে অসুস্থ এবং করোনা পরিস্থিতির জন্য আমি যেতে পারছি না।’

Advertisements

২০২২ সালের ৩ ফেব্রুয়ারি ভোট পরবর্তী হিংসা মামলা নোটিশ পরিপেক্ষিতে অনুব্রতকে রক্ষা কবচ দেয় হাই কোর্ট। এর পরে তাকে আর নোটিশ দেওয়া হয়নি।

এদিন বিচারপতি প্রশ্ন তোলেন, এই ঘটনায় অনুব্রত মণ্ডল মূল অভিযুক্ত নয়, তাহলে সিবিআইয়ের মুখোমুখি হতে সমস্যা কোথায়। যদি মনে হয় সিবিআই অনুব্রতকে গ্রেফতার করতে পারে তাহলে কেন তিনি আগাম জামিনের আবেদন করছেন না। অনুব্রতএকজন রাজনৈতিক নেতা বলেই কি এডভেন্টেজ নিতে চাইছেন ? যদি তা না হয় তাহলে কলকাতায় সিবিআইয়ের দফতরের হাজিরা দিচ্ছেন না কেন? তিনি কি একদমই বাড়ির বাইরে বেরোন না?’

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News