মোমিনপুর সংঘর্ষে ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ দেশবিরোধী শক্তি জড়িত: শুভেন্দু

Suvendu-Adhikari-nandigram

মোমিনপুরে সংঘর্ষের (Mominpur Clash) ঘটনার তদন্ত এনআইএর হাতে তুলে দেওয়া হোক। এই ঘটনার পিছনে দেশবিরোধী শক্তির হাত রয়েছে। এমনই দাবি করলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী।

Advertisements

রাজ্যপাল লা গণেশনের কাছে এনআইএ তদন্তের দাবি করল বিজেপির প্রতিনিধি দল। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ঘর জ্বালিয়েছে। দোকান লুঠ করেছে। হনুমান মন্দির ভেঙেছে। বাইক পুড়িয়েছে। এমনকি হলুদ ট্যাক্সিগুলোকেও পোড়ানো হয়েছে বেছে বেছে। বাঙালি হিন্দুদের আর উদ্বাস্তু হতে দিতে চাই না।

   

তিনি বলেন, আমরা চাই রাজ্যপাল মুখ্যসচিবকে নির্দেশ দিন যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তার কারণ, ৫ হাজারের বেশি হিন্দু অন্য জায়গায় চলে গেছে। কলকাতা থেকে পলায়ন করতে হয়েছে। এ লজ্জা রাখার জায়গা নেই।

কলকাতা পুলিশ কমিশনারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দু বলেন, ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায়, ডিসি সাউথ ইস্ট এবং ডিসি পোর্ট সহ একাধিক পুলিশ অফিসারদের আক্রান্ত হন। সেকথা প্রকাশ্যে আনা হোক। এর পিছনে আল কায়েদা রয়েছে।

Advertisements

শুভেন্দুর অভিযোগ, তৃণমূল কাউন্সিলর সহ মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠরা এর সঙ্গে জড়িত। ওয়ার্ডের কংগ্রেস সভাপতির বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি।

উল্লেখ্য, শনিবার থেকেই উত্তপ্ত হয়েছিল মোমিনপুর। দুই গোষ্ঠীর মধ্যে বোতল ছোঁড়াছুঁড়ি শুরু হয়। গতকাল একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। ঘটনার পর থেকে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী।