‘তৃণমূল কংগ্রস দলগত ভাবে সরকার চালায় না। দল আলাদা ভাবে চলে, সরকার আলাদা ভাবে চলে।’ বিরোধীদের উদ্দেশের এমনই বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সন্দেশখালির ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান গ্রেফতারের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
তাঁর কথা উঠে আসে, ‘ডেরেক জানিয়েছেন ৬ বছরের জন্য শেখ শাহজাহানকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস।’ অর্থাৎ তিনি মনে করিয়ে দেন যে, দলীয় কর্মীকেও গ্রেফতার করতে পিছু পা হয় না তৃণমূল সরকারের প্রশাসন। অন্যদিকে তিনি বিজেপিকে তোপ দেগে ব্রাত্য বসু বলেন, ‘ভারতে বিজেপির আরেকটা নাম ওয়াশিং মেশিন’। তাঁর মতে, তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃতরাও বিজেপিতে গেলে সাধু হয়ে যান।
একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন মহামান্য আদালত রক্ষাকবচ তুলে নিলেই রাজ্য সরকার সন্দেশখালির ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে। আর সেটাই আজ হয়েছে।
প্রসঙ্গ ক্রমে ব্রাত্য বসু মনে করিয়ে দেন, কয়েক বছর আগে একইভাবে কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে গ্রেফতার করেছিল রাজ্য প্রশাসন। তিনি জোর গলায় বলেন, বিজেপি এমন কাজ করতে পারবে না। কারণ বিজেপি কখনওই তৃণমূলের মতো কাজ করতে পারবে না। তিনি রাজ্য সরকারের দৃঢ়তার কথা তুলে ধরে দলীয় কর্মী আরাবুল ইসলামের গ্রেফতারির কথাও মনে করিয়ে দেন।