Anis Murder: বিক্ষোভ থামাতে উগ্র পুলিশদের সাসপেন্ড করার মামলা

আনিস খান মৃত্যুর (Anis Murder) সঠিক তদন্ত চেয়ে নিরস্ত্র আন্দোলনকারীকে নির্দয়ভাবে মারার ঘটনায় বিতর্কে পুলিশ। হাওড়া পুলিশের নির্মম লাঠিচার্জের অবিলম্বে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে…

আনিস খান মৃত্যুর (Anis Murder) সঠিক তদন্ত চেয়ে নিরস্ত্র আন্দোলনকারীকে নির্দয়ভাবে মারার ঘটনায় বিতর্কে পুলিশ। হাওড়া পুলিশের নির্মম লাঠিচার্জের অবিলম্বে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলো।

এই জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। গত ২৬ ফেব্রুয়ারি পাঁচলা থানা এলাকায় আনিস খানের মৃত্যুর প্রতিবাদে যখন বেশ কিছু বিক্ষোভকারী শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল। সেই সময় ছত্রভঙ্গ করতে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে।

ঘটনার সময় একজন বৃদ্ধকে নির্মমভাবে লাঠি মারছিল পুলিশ। এমনকি তাকে লাথি মারে পুলিশ। এই ছবি তীব্র বিতর্ক তৈরি করেছে। সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে বেশকিছু ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন।

মামলার আবেদনে বলা হয়েছে অবিলম্বে যে পুলিশকর্মী এই নির্দয়ভাবে আঘাত করার ঘটনার সাথে যুক্ত তাকে সাসপেন্ড করতে হবে এবং আদালতের হস্তক্ষেপে একটি গাইডলাইন তৈরি করে দিতে হবে সব বিক্ষোভকারীদের লাঠিচার্জ নয়। এমন দাবি করেই এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

বিতর্ক তৈরি হয়েছে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির উপর পুলিশের লাঠি চার্জের অভিযোগ নিয়েও। মীনাক্ষীর কোমর ভেঙে দিতে চেয়েছিল পুলিশ। এমনই অভিযোগ ঘিরে সরগরম পরিস্থিতি।