Anil Ambani ED Raid: অনিল আম্বানি হাজির ইডি অফিসে, তদন্তে নয়া মোড়ের ইঙ্গিত

অর্থ তছরুপ মামলায় বড়সড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট (Anil Ambani ED Raid) ডিরেক্টরেট (ইডি)-র। মঙ্গলবার সকালে মুম্বইয়ে ইডি-র দফতরে হাজিরা দিলেন রিলায়েন্স গ্রুপের(Anil Ambani…

Anil Ambani Appears at ED Office for Questioning in Multiple Fraud Cases Linked to PMLA and Yes Bank Loan Scandal

অর্থ তছরুপ মামলায় বড়সড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট (Anil Ambani ED Raid) ডিরেক্টরেট (ইডি)-র। মঙ্গলবার সকালে মুম্বইয়ে ইডি-র দফতরে হাজিরা দিলেন রিলায়েন্স গ্রুপের(Anil Ambani ED Raid) চেয়ারম্যান অনিল আম্বানি। জানা গিয়েছে, বহু কোটি টাকার আর্থিক তছরুপ সংক্রান্ত একাধিক মামলায় তাঁর নাম যুক্ত হয়েছে। ইতিমধ্যেই এই মামলায় অনিলের সংস্থাগুলির আর্থিক লেনদেনের খতিয়ান খতিয়ে দেখা শুরু করেছে ইডি(Anil Ambani ED Raid) 

সূত্রের খবর, অনিল আম্বানির বিরুদ্ধে অভিযোগ— বিভিন্ন ব্যাঙ্ক থেকে বিপুল (Anil Ambani ED Raid) পরিমাণে ঋণ নিয়ে তা অননুমোদিত খাতে খরচ করা হয়েছে। সেই অর্থ বিদেশে পাচার হয়েছে বলেও ইডি সূত্রে সন্দেহ করা হচ্ছে। একাধিক বেসরকারি ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে ইডি। এর আগে অনিল আম্বানির অফিস ও সংস্থার একাধিক জায়গায় হানা দিয়ে বহু নথি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।(Anil Ambani ED Raid) 

   

সম্প্রতি ইডি অনিল আম্বানির বিরুদ্ধে লুক আউট সার্কুলার (LOC) জারি করেছে। এর ফলে (Anil Ambani ED Raid) দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে তাঁর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তদন্তের স্বার্থে যাতে তিনি দেশ না ছাড়তে পারেন, সেই কারণেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। লুক আউট নোটিস জারির পরেই তদন্তে গতি আসে এবং মঙ্গলবার ইডি-র প্রধান কার্যালয়ে হাজিরা দেন অনিল।(Anil Ambani ED Raid) 

এই মামলায় মূলত অনিলের সংস্থা রিলায়েন্স ক্যাপিটাল, রিলায়েন্স হোম ফিনান্স এবং আরও কয়েকটি সহযোগী সংস্থার আর্থিক কাজকর্মের উপর নজর রেখেছে ইডি। বিভিন্ন সংস্থার মধ্যে টাকা স্থানান্তর, শেয়ার বাজারে কারচুপি এবং বিদেশি বিনিয়োগ সংস্থার সঙ্গে অনিয়মিত লেনদেনের অভিযোগ রয়েছে। এই মামলায় ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত তথ্য, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ই-মেইল যোগাযোগ ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে।(Anil Ambani ED Raid) 

ইডি সূত্রে খবর, অনিল আম্বানিকে একাধিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। শুধুমাত্র তাঁর নয়, রিলায়েন্স গ্রুপের অন্যান্য উচ্চপদস্থ কর্তাদেরও তলব করা হতে পারে। ইতিমধ্যেই সংস্থার অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনের তথ্য ফরেনসিক বিশ্লেষণে পাঠানো হয়েছে(Anil Ambani ED Raid) 

অনিল আম্বানির আইনজীবীরা এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে রিলায়েন্স গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আইন মেনে তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এবং সংস্থার তরফে কোনও বেআইনি কার্যকলাপ হয়নি।

Advertisements

এই ঘটনার জেরে রিলায়েন্স গ্রুপের শেয়ারে প্রভাব পড়েছে। মঙ্গলবার সকাল থেকেই সংস্থার শেয়ার দাম বড়সড় পতনের মুখে পড়ে। বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে(Anil Ambani ED Raid) 

এক সময় ভারতের শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম ছিলেন অনিল আম্বানি। তবে গত এক দশকে তাঁর আর্থিক অবস্থা চরম পতনের মুখে পড়ে। ব্যবসার পরিধি ছোট হয়েছে, একাধিক সংস্থা দেউলিয়া ঘোষণা করেছে, এমনকি তিনি নিজেও আদালতে জানিয়েছিলেন, তাঁর পক্ষে বড় অঙ্কের ঋণ শোধ করা সম্ভব নয়।(Anil Ambani ED Raid) 

তবুও, নতুন করে শুরু হওয়া এই তদন্ত এবং জিজ্ঞাসাবাদ অনিল আম্বানির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার নজরদারি যে আরও বাড়াবে, তা বলাই যায়। এখন দেখার বিষয়, ইডি-র তদন্ত কোন দিকে মোড় নেয় এবং আদৌ প্রমাণ পাওয়া যায় কি না যে সংস্থাগুলি ইচ্ছাকৃতভাবে আর্থিক অনিয়মে জড়িত ছিল।

এই মুহূর্তে দেশের আর্থিক অনিয়ম সংক্রান্ত অন্যতম হাই-প্রোফাইল তদন্ত হয়ে উঠেছে এই মামলা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক সময়ের শিল্পপ্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপ এবং তার চেয়ারম্যান অনিল আম্বানি।