বিজেপির অনশন মঞ্চে বিক্ষুব্ধ অর্জুন, মানভঞ্জন?

কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্রমাগত সুর চড়িয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। গতকাল অবধি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন অর্জুন। কিন্তু বুধবার বিজেপির অনশন মঞ্চে বিক্ষুব্ধ…

কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্রমাগত সুর চড়িয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। গতকাল অবধি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন অর্জুন। কিন্তু বুধবার বিজেপির অনশন মঞ্চে বিক্ষুব্ধ অর্জুন সিংকে দেখা গেল। তবে কি মানভঞ্জন হল অর্জুন সিংয়ের।

একদিকে সরকার গঠনের একাদশতম বর্ষপূর্তি পালন করছে তৃণমূল। পাল্টা ভোট পরবর্তী হিংসার ঘটনাকে সামনে রেখে অনশন কর্মসূচি চলছে বিজেপির। রানি রাসমণি রোডে এদিন দলের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। সেখানেই দেখা গেল অর্জুন সিংকে। যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

তবে আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ জানান, যতক্ষণ অবধি চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হচ্ছে ততক্ষণ অবধি কিছু বলছি না। ৯ তারিখের মধ্যে যদি কোনও সিদ্ধান্ত না নেওয়া হয়, সেক্ষেত্রে আমাকে আন্দোলন থেকে আটকাতে পারবে না। আমি তো মুখ্যমন্ত্রীকে সর্বপ্রথম চিঠি দিয়েছিলাম। ওনার আগে থেকেই ভূমিকা ছিল। উনি তো আগে থেকেই চিঠি দিয়েছিলেন। চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। সেটাতে আমরা অনেকটা সন্তুষ্ট। যে উনি পদক্ষেপ নিয়েছেন। সেই চিঠির কপি রয়েছে।

গত কয়েক দিন ধরে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ। মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠকের পর বৈঠক করেন কেন্দ্রীয় বস্ত্রসচিবের সঙ্গে। তখনও অর্জুনের সাফ মন্তব্য ছিল তিনি ললিপপে সন্তুষ্ট নয়। তখন থেকেই তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা তীব্রতর হয়। এখন আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম করে জল্পনা বাড়িয়েছেন নিজেই। বুধবার অনশন মঞ্চে উপস্থিত হয়ে সেই জল্পনার অবসান করলেন অর্জুন সিং নিজেই। তৈরি করলেন নতুন জল্পনা।