বঙ্গ বিজেপির বিশেষ বৈঠকের আগে সৌরভের বাড়িতে যাবেন অমিত শাহ

  দু’দিনের জন্য বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর ঠাসা কর্মসূচি কেন্দ্র করে জল্পনা বেড়েছে। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় কর্মসূচিতে কী বার্তা দেবেন…

 

দু’দিনের জন্য বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর ঠাসা কর্মসূচি কেন্দ্র করে জল্পনা বেড়েছে। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় কর্মসূচিতে কী বার্তা দেবেন অমিত শাহ সেদিকে নজর সকলের।

এরই মধ্যে জানা গেল, শুক্রবার সন্ধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যাচ্ছেন অমিত শাহ। আর তাতেই বেড়েছে রাজনৈতিক উত্তাপ। কারণ, সৌরভ পত্নী ডোনার নৃত্যানুষ্ঠান দেখার কথা অমিত শাহর। সেই অনুষ্ঠানের আগেই সৌরভ পরিবারের সঙ্গে দেখা করবেন শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, শুক্রবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যাওয়ার জন্য নিরাপত্তার বিষয়ে সমস্ত আয়োজন করা হয়েছে বীরেন রায় রোডের বাড়িতে। শোনা যাচ্ছে শুক্রবীর ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠান শেষ করেই সৌরভের বাড়িতে যাবেন অমিত শাহ। সেখানে কিছুক্ষণ থেকে বিজেপির পার্টি অফিসে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সারবেন তিনি।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করতে যান সৌরভ। সেই সময় তাঁর রাজনীতিতে যোগদান ঘিরে জল্পনা শুরু হয়। কিন্তু বৈঠকে তাঁর রাজনৈতিক যোগদানের কথা উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপর অমিত শাহের সূচি ঘোষণার পরেই সেই জল্পনা প্রবল হয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের কথা ঘিরে রাজনৈতিক মহলে কম জল্পনা হয়নি। শোনা গিয়েছিল সৌরভকে বিজেপি যোগের প্রস্তাব দিয়েছিলেন অমিত শাহ। কিন্তু এরপরেই অসুস্থ হয়ে পড়েন সৌরভ।