পঞ্চায়েত ভোটের আগে নবান্নে শাহ কী বললেন মমতাকে? বাম শিবিরে কানাকানি

কলকাতায় এসেই বিজেপির অভ্যন্তরীণ বিদ্রোহ সামাল দিতে ভোকাল টনিক দিয়েছেন অমিত শাহ (Amit Shah)। খোঁজ নিয়েছেন সিপিআইএমের অবস্থান। এর পর নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

Amit Shah-Mamata Banerjee meeting

কলকাতায় এসেই বিজেপির অভ্যন্তরীণ বিদ্রোহ সামাল দিতে ভোকাল টনিক দিয়েছেন অমিত শাহ (Amit Shah)। খোঁজ নিয়েছেন সিপিআইএমের অবস্থান। এর পর নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আলোচনা নিয়েও রাজনৈতিক মহলে কানাকানি শুরু হয়েছে।

পঞ্চায়েত ভোটের আগেই বিজেপির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনার দিকে নজর পূর্বতন শাসক সিপিআইএমের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার রাতে কলকাতায় এসেছেন। শনিবার সকালেই পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে নবান্নে উপস্থিত হয়েছেন তিনি।

রাজনৈতিক মহলে আলোচনা চলতি সময়ে রাজ্য রাজনীতিতে কেন্দ্র বনাম রাজ্য ও বিজেপি বনাম তৃণমূলের সংঘাতের মাত্রা যে বিরাট আকার নিয়েছে, এর মধ্যে এদিনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে উপস্থিত রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, মূলত, পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধানের বিষয় নিয়েই আলোচনা। বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।

শুক্রবার রাজ্যে উপস্থিত হন অমিত শাহ। বিমানবন্দরে নেমে সোজা চলে যান বিজেপির রাজ্য সদর দফতরে। সেখানে গিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক সারেন তিনি। খোঁজ নেন রাজ্য রাজনীতির হাল হকিকত নিয়ে। তবে তাঁর নজরে ছিল সিপিআইএমের অবস্থান।