বাংলার আচ্ছে দিন আসতে চলেছে। রাজ্যে এসে এসে বারবার এমন বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah )। শনিবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সাথে অমিত শাহর বৈঠকের পর এমনটাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
তিনি দাবি করলেন, পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের জন্য রাজ্য নেতৃত্বরা যথেষ্ট। লোকসভা নির্বাচনের প্রচারে অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডা সহ অন্যান্য।রা উপস্থিত হবেন।
পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্যের বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধী দলনেটা শুভেন্দু অধিকারী বলেন, আলোচনার বিষয় সমূহ নিয়েই আলোচনা হয়েছে। গত বছর এই বইথক ভুবনেশ্বরে হয়েছিল। আয়োজক রাজ্য ছিল ওড়িশা। প্রত্যেক বছরেই রাজ্য বদল হয়ে থাকে। মাননীয়া মুখ্যমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর চেম্বারটা কেমন দেখার জন্য ডাকলেন? নাকি অন্য কিছু বলার জন্য ডাকলেন সেটা তো আমি বলতে পারব না।
তিনি জানান, গতকালের বৈঠকে বলা হয়েছে টাইম হয়ে গেছে। কী কারণে কে এই কথা বললেন তা স্পষ্ট করলেন না শুভেন্দু। শুধুমাত্র জানালেন, তাঁরা আশ্বস্তই খুব শীঘ্রই চোরেরা ধরা পড়বে। অমিত শাহের সঙ্গে সফর শেষে তাঁর সঙ্গে দেড় থেকে দুই মিনিট কথা বলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, অমিত শাহ জানিয়েছেন, বিএসএফের ৭২ টি চৌকির জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না।