বাঁকুড়ায় স্ট্রংরুমে চুপিসারে চলছে ইভিএম বদল!  দাবি করলেন অমিত

লোকসভা ভোটের বাকি আর এক দফা। তার মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন অমিত মালব্য। তিনি সমাজ মাধ্যমে দাবি করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত স্ট্রংরুমে পুলিশ চুপিসারে…

বাঁকুড়ায় স্ট্রংরুমে চুপিসারে চলছে ইভিএম বদল!  দাবি করলেন অমিত

লোকসভা ভোটের বাকি আর এক দফা। তার মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন অমিত মালব্য। তিনি সমাজ মাধ্যমে দাবি করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত স্ট্রংরুমে পুলিশ চুপিসারে ইভিএম সরিয়ে ফেলছে। তাঁর দাবি অতিরিক্ত পুলিশ সুপার ও আইসির বিরুদ্ধে স্ট্রং রুমের সিসিটিভি খুলে দেওয়ার অভিযোগ। একই সঙ্গে ইভিএম বদলের অভিযোগ করছেন তিনি। এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনে দৃষ্টি আকর্ষণ করিয়ে এই বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছেন।

এই ঘটনার খবর পেয়েই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির তদারকি করেন। এ প্রসঙ্গে, সৌমিত্র খাঁ বলেন, “শুধুমাত্র পুলিশ অফিসাররা কেন ওইখানে যাবেন। যেখানে ইভিএম-এ তালা মালা রয়েছে সেখানে কেন যাবেন আইসিরা। নির্বাচন কমিশনের কাছে আমার দাবি এর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।” এ দিন, অমিত মালব্য টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে দেখা যায় স্ট্রং রুমের ভিতরে রয়েছেন পুলিশ আধিকারিকরা। অপর আর একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে এক যুবকের স্কুটিতে রাখা অসংখ্য সিসিটিভি ক্যামেরা। ওই যুবককে বলতে শোনা যাচ্ছে তিনি ওই ক্যামেরা খুলছেন।

Advertisements

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। কুণাল ঘোষ এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি পাল্টা অভিযোগ করেন, ” কাঁথি কলেজে স্ট্রংরুমের ভিতর বিজেপির এজেন্টকে বসিয়ে রাখা হয়েছে। এই অভিযোগ আমরাও করেছি।”