GPS: জিপিএস ট্র্যাকিং পদ্ধতি এবার ভোটে ব্যবহৃত সব গাড়িতেই

সামনেই লোকসভা নির্বাচন । এই লোকসভা নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার কথা মাথায় রেখেই নানান ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন । তার মধ্যে অন্যতম…

Ec

সামনেই লোকসভা নির্বাচন । এই লোকসভা নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার কথা মাথায় রেখেই নানান ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন । তার মধ্যে অন্যতম হল জিপিএস ট্র্যাকিং পদ্ধতি। কারন
ভোটের দিন ‘ডিসপার্সন সেন্টার অ্যান্ড রিসিপ্ট সেন্টার’ থেকে ভোট সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম সংগ্রহ করে ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আবার ভোট শেষ হয়ে গেলে তা ‘স্ট্রং রুমে’ রেখে আসতে হয়। তবে এই বিষয়কে কেন্দ্রকরে নানান অভিযোগ উঠে আসে বিগত বার। তার মধ্যে থাকে ইভিএম, ভিভিপ্যাডের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলি ।

বারংবার উঠে আসা অভিযোগকেই দমন করতেই নির্বাচন কমিশনের এই বিশেষ সিদ্ধান্ত । এই জিপিএস ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণে যাবতীয় জিনিসপত্র নেওয়ার পর তা সঠিক ভাবে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখবে নির্বাচন কমিশন। এই পদ্ধতি অবলম্বন করে যদি কোন সময়
নির্বাচন সংক্রান্ত সমস্যা চোখে পড়ে সঙ্গে সঙ্গে পুলিশ-প্রশাসন মারফত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গাড়ি থেকে ইভিএম লুট করার চেষ্টা হলেও তার ব্যবস্থাও নেওয়া হবে খুব শীঘ্রই বলে জানা যায়।

এ বার নির্বাচনের কাজে ব্যবহৃত সমস্ত গাড়িতেই এই প্রযুক্তির ব্যবহার করতে চলেছে কমিশন,এমনটাই সূত্রের খবর। কারন পূর্বে নির্বাচনের সময় দেখা গেছে বারংবার ইভিএম লুট করতে সাহায্য করার জন্যও ইচ্ছে করে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকতে কখনওবা অন্যান্য ঘটনাও চোখে পড়েছে। সেই সকল ঘটনা কে আটকাতেই এ বার নির্বাচন কমিশনের এই বিশেষ প্রচেষ্টা। এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার পর বিভিন্ন রাজনৈতিক মহল বিষয়টিকে সঠিক বলে মনে করেছেন।