All India Radio: শিশুদের জন্য সেরা আকাশবাণী কলকাতা

প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল রেডিওর মাধ্যমে শিশুর উন্নতি ও শিশু নিরাপত্তার প্রচার এবং গণমাধ্যমকে কাজে লাগিয়ে মানুষকে সচেতন করা। তাতেই সেরার শিরোপা ছিনিয়ে নিলো আকাশবাণী কলকাতা…

All India Radio

প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল রেডিওর মাধ্যমে শিশুর উন্নতি ও শিশু নিরাপত্তার প্রচার এবং গণমাধ্যমকে কাজে লাগিয়ে মানুষকে সচেতন করা। তাতেই সেরার শিরোপা ছিনিয়ে নিলো আকাশবাণী কলকাতা (All India Radio)।

ইউনিসেফ (UNICEF) ইন্ডিয়া (India) আয়োজিত “রেডিও ফর চাইল্ড ২০২৪” এ পুরস্কৃত হয়েছে আকাশবাণী কলকাতার এফএম (FM) বাংলা বিভাগ। ইউনিসেফ-এর ভারতীয় শাখা, ২৫-২৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে এবছরের “রেডিও ফর চাইল্ড” পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন করে।

ভারতের প্রায় সমস্ত সরকারি ও বেসরকারি রেডিও সংস্থা, কমিউনিটি রেডিও চ্যানেল প্রতিযোগিতায় শামিল হয়। বিজয়ীদের হাতে “চাইল্ড রাইটস চ্যাম্পিয়ন” পুরস্কার তুলে দেন ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় অ্যাম্বাসাডর, অভিনেতা আয়ুষ্মান খুরানা। শিশুদের নিয়মিত টিকাকরণ নিয়ে তৈরি রেডিও জিঙ্গলের জন্য আকাশবাণী কলকাতার এফএম বাংলা বিভাগ এই পুরষ্কার জিতেছে।