Weather Update: কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দক্ষিণে বাড়বে বৃষ্টির পরিমাণ

বঙ্গে এখন মাঝ শ্রাবণ মাসে ভরা বর্ষা। এর মধ্যে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) দিল আবহাওয়ার আপডেট (Weather Update)। হাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে…

short-samachar

বঙ্গে এখন মাঝ শ্রাবণ মাসে ভরা বর্ষা। এর মধ্যে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) দিল আবহাওয়ার আপডেট (Weather Update)। হাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বাড়বে বৃষ্টি বলেই মনে করা হচ্ছে। বিক্ষিপ্তভাবে এই ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। অপরদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে যে আজ শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বলা হয়েছে যে শনিবারের পর বৃষ্টির পরিমাণ বাড়বে। হাওয়া মোরগ জানিয়েছে যে বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে ৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ রাজ্যজুড়ে থাকবে আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার থেকে মঙ্গলবার বিহার, ঝাড়খন্ড ও উড়িষ্যা সংলগ্ন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হবে। তবে শনিবার থেকে শনিবার থেকে বৃষ্টি আরও কমবে উত্তরবঙ্গে।