Weather: সপ্তাহের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কলকাতা থেকে জেলা, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া

সপ্তাহের শুরুতেই জেলায় জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে সোমবার দক্ষিণবঙ্গে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। রাজ্যের কয়েকটি জেলায় বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে…

Weather office predicts rainfall

সপ্তাহের শুরুতেই জেলায় জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে সোমবার দক্ষিণবঙ্গে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। রাজ্যের কয়েকটি জেলায় বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হাওয়া মোরগ জানিয়েছে যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, সঙ্গে বিক্ষিপ্তভাবে এক-দুটো জায়গায় শিলা বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিবেগে।

কলকাতা এবং বাকি জেলাগুলিতেও বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া। সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস। অপরদিকে, উত্তরবঙ্গে, দার্জিলিং এবং কালম্পংয়ে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারু বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও হতে পারে বৃষ্টি। বাকি জেলাগুলিতে থাকবে শুষ্ক আবহাওয়া।

সোমবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। হাওয়া অফিস জানিয়েছে আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া উন্নতি হবে মঙ্গলবার থেকে বলেই জানা যাচ্ছে।

হাওয়া দফতর জানিয়েছে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম)। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

কলকাতায় আজ বৃষ্টি-দমকা ঝোড়ো হাওয়ার পর মঙ্গলবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। দমকা হাওয়া এবং মেঘলা আকাশের ফলে গতকাল রাতের তাপমাত্রা ২৪.৫ থেকে কমে ২২.৯ ডেগ্রি সেলসিয়াস হয়ে যায়।