আকাশ অন্ধকার করে আসছে তুমুল ঝড়জল

সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর বৃহস্পতিবার দুপুর ২টোর পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। সকাল থেকেই আকাশে কালো মেঘ দেখা…

সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর বৃহস্পতিবার দুপুর ২টোর পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। সকাল থেকেই আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। বেলা বাড়তেই শুরু মুষলধারে বৃষ্টি। ভারী বৃষ্টির পূর্বাভার রয়েছে বাঁকুড়ায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে আগামী দু- ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। সারা রাজ্যেই বৃহস্পতিবার সকাল থেকে চলছে বৃষ্টিপাত। সঙ্গে রয়েছে বজ্রপাত।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে উত্তর বঙ্গোপসাগরে। আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ সংলগ্ন এলাকায়। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দু-তিনদিন উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরফলে এই ৫টি জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ঝড়বৃষ্টি কমার সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এইমুহূর্তে। জোড়া ঘূর্ণাবর্ত ও মৌসুমী বায়ুর প্রভাবে টানা কিছুদিন রাজ্যের প্রায় সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

জানা যাচ্ছে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ রয়েছে। দুপুর ২ টো থেকে এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যজুড়ে।