রাজ্যে লক্ষাধিক চাকরি হবে! ঘোষণা নবান্ন থেকে

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে খুব শীঘ্র প্রচুর কর্মসংস্থান হতে চলেছে। বৃহস্পতিবার এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “মুখ্যমন্ত্রী…

Strict Action to Tackle Fake Voters in West Bengal: Chief Secretary Issues Stern Warning to District Magistrates

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে খুব শীঘ্র প্রচুর কর্মসংস্থান হতে চলেছে। বৃহস্পতিবার এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স নিয়ে বৈঠক করেন বৃহস্পতিবার। এই বৈঠকেই রাজ্যের চর্মশিল্পে বিপুল অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিপুল বিনিয়োগের ফলে রাজ্যেও ২.৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আগামী দিনে।”

কোটা বিরোধী বিক্ষোভে রক্তাক্ত পদ্মাপারের বাংলা, সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্ষেত্রের সঙ্গে যুক্ত অধিকর্তারা। ছিলেন একাধিক মন্ত্রী ও সচিবও। আলাপন বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, বর্তমানে ১১৫০ একর জমির ওপর ৫০০টি ট্যানারি রয়েছে। ইতিমধ্যেই সেখানে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে ও ৫ লক্ষ কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে এবার আরও ১৮৭টি ট্যানারি ও ১৩৯ টি ফুট ওয়্যার সংস্থা আসছে। আর‌ও আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলেও এদিন উল্লেখ করেন আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যা আলোচনা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, আর‌ও প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে।

Advertisements

BJP West Bengal: সৌমিত্রর নজরে ‘ব্যর্থ মুখ’ কে? কাকে সরানোর পক্ষে রায় বিষ্ণুপুরের সাংসদের!

আরও জানা গিয়েছে যে ৪৭৫ কোটি টাকা দিয়ে পানীয় জল প্রকল্প হবে বলেও এদিন ঘোষণা করেছে নবান্ন। আলিপুর মিউজিয়ামের পাশে একটি মল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা, আলাপন বন্দ্যোপাধ্যায়।৯০০ কোটি টাকার পরিকাঠামো তৈরি হয়েছে। ১০০০ কোটি টাকার জমি নেওয়া হয়েছে। ৪৭৫ কোটি টাকা বিনিয়োগে ২৮ মেগা গ্যালন পানীয় জল প্রকল্পও ওখানে তৈরি করা হচ্ছে। এর ফলে শুধু ওই কমপ্লেক্স নয়, আশেপাশের এলাকার মানুষ ও উপকৃত হবে বলে মনে করছে সরকার।