রাত পোহালেই TMC-র শহীদ দিবস, মঞ্চ থেকে বড় ঘোষণা করবেন অখিলেশ?

তৃণমূলের তরফে শহীদ দিবস সমাবেশকে ঘিরে সকলের উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। জেলা থেকে কাতারে কাতারে মানুষ ইতিমধ্যে শহরে ঢুকতে শুরু করেছে। ২১শে জুলাই বলে কথা,…

তৃণমূলের তরফে শহীদ দিবস সমাবেশকে ঘিরে সকলের উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। জেলা থেকে কাতারে কাতারে মানুষ ইতিমধ্যে শহরে ঢুকতে শুরু করেছে। ২১শে জুলাই বলে কথা, এই লক্ষ্য নিয়ে বহু মানুষ আসছেন। প্রতি বছরের ন্যায় এই বছরও জোড়াফুল সমর্থক গাড়ি, বাস, ভ্যান, লঞ্চ এমনকি ম্যাটাডোর ভাড়া করে সমাবেশে যোগ দিতে আসছেন। তবে এবারের সমাবেশটা একটু আলাদা হবে, কারণ প্রথমবারের মতো শহীদ দিবসের মঞ্চে দেখা যাবে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে।

শুধু তাই নয়, ২৪-এর লোকসভা ভোট, বিধানসভা উপনির্বাচনে ব্যাপক জয়লাভের পর এই প্রথমবার বড় সমাবেশের আয়োজন করতে চলেছে তৃণমূল। আগামীকাল রবিবার এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে সকলের।

   

এও কানাঘুষো শোনা যাচ্ছে, আগামীকাল এই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বড় কিছু ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অখিলেশ যাদব। প্রতি বছর শহিদ দিবসের সমাবেশের মঞ্চ থেকে দলের রণকৌশল ঘোষণা করেন মমতা। একই সঙ্গে তিনি রাজ্যের কেন্দ্রীয় সরকার ও বিরোধী দলগুলিকে কড়া নিশানা করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লোকসভা ও ভিএস উপনির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে দলীয় নেতা-কর্মীদের কোনও মন্ত্র দেবেন মমতা।

জাতীয় রাজনীতি নিয়েও তাঁর মনোভাব সকলেই দেখবেন। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও এই সমাবেশে যোগ দেবেন। দু’জনেই এক মঞ্চে আসবেন ইন্ডি জোটের সংহতি দেখাতে। এমনিতে অখিলেশের সঙ্গে মমতার খুব ভাল সম্পর্ক রয়েছে। একাধিকবার একসঙ্গে দেখাও গিয়েছে তাঁদের। গত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশের হয়ে প্রচার করেছিলেন মমতা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ভাদোহি আসন তৃণমূল প্রার্থীর জন্য ছেড়েছিলেন অখিলেশ। তৃণমূলের হয়ে লড়েছিলেন ললিতেশ পতি ত্রিপাঠি ৪ লক্ষ ১৫ হাজার ভোট। যদিও ৪ লক্ষ ৬৯ হাজার ভোটে জয়ী হন বিনোদ কুমার বিন্দ। যাইহোক, সূত্রের খবর, অখিলেশ নিজে মমতাকে ফোন করে শহিদ দিবসের সমাবেশে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মঞ্চ থেকে ইন্ডি জোটের জন্য বড় বার্তা দিতে পারেন অখিলেশ বলে মনে করা হচ্ছে।