Justice For Bijoya: আরজি কাণ্ড নিয়ে একদিকে যখন বাংলা তথা গোটা দেশ উত্তাল তখন আচমকাই বড় সিদ্ধান্ত নেওয়া হল রাজভবনের তরফে। এবার এই ঘটনায় রাজভবনের তরফে দুটি বিশেষ ফোন নম্বর চালু করা হল। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর আজ মঙ্গলবার এই দুটি ফোন নম্বর চালু করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বসু কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা আবাসিক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগে চলমান আন্দোলনের জন্য 03322001641 ও 9289010682 নম্বর সহ একটি মোবাইল কন্ট্রোল রুম খুলেছেন। কেউ যদি এইচজিকে কিছু জানাতে চান তবে নম্বরগুলিতে কল করতে পারেন।
রাজভবনের তরফে জানানো হয়েছে, আজ মোবাইল কন্ট্রোল রুম থেকে প্রথম ফোন মৃত চিকিৎসকের বাবাকে করেন রাজ্যপাল। সেইসঙ্গে রাজ্যপাল মৃতার বাবাকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। মহিলা চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় সুপ্রিম কোর্ট টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি বলে খবর। এদিকে এই শুনানি প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন বাংলার রাজ্যপাল।
তিনি বলেন, “গোটা দেশ ভারতের সুপ্রিম কোর্টের রায় শুনেছেন এবং স্বস্তি পেয়েছেন। মনে রাখবেন, প্রত্যেক সাধুর একটি অতীত থাকে, প্রত্যেক পাপীর একটি ভবিষ্যৎ থাকে। কেউ কি শুনছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি দয়া করে হাত তুলবেন?”
#WATCH | “Governor of West Bengal Dr CV Ananda Bose has opened a Mobile Control Room with numbers: 03322001641 and 9289010682 for the ongoing agitation in connection with the alleged rape and murder of a 2nd year PGT female Resident Doctor of RG Kar Medical College and Hospital,… pic.twitter.com/R5fHn9PwGK
— ANI (@ANI) August 20, 2024
#WATCH | Bengal Governor CV Ananda Bose after the Supreme Court hearing on Kolkata woman doctor rape and murder case
“The entire nation heard with great relief the pronouncements of the Supreme Court of India. Remember, every saint has a past, every sinner has a future. Anyone… pic.twitter.com/dNPbvVvJi2
— ANI (@ANI) August 20, 2024