Panchayat Election: ভোটের আগে “পিস রুম”ডেস্ক ঘিরে রাজ্যপাল-রাজ্য অশান্তি

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন ঘোষণার পর থেকেই অশান্ত রাজ্য।  মনোনয়ন পর্বে ঝরেছে রক্ত। এখনও বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। এবার এই পরিস্থিতির মোকাবিলায়…

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন ঘোষণার পর থেকেই অশান্ত রাজ্য।  মনোনয়ন পর্বে ঝরেছে রক্ত। এখনও বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। এবার এই পরিস্থিতির মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নিল রাজভবন। রাজভবনে খোলা হল “পিস রুম”।

প্রসঙ্গত,ভোট সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ জানতে এবং সেগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিতেই রাজভবনে খোলা হয়েছে সাহায্য কক্ষ। যার নাম দেওয়া হয়েছে “পিস রুম”।

   

উল্লেখ্য, যে কেউ পিস রুম-এ অভিযোগ জানাতে পারবেন এবং তার পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাজভবনের তরফে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনারের কাছে সমস্যাগুলি পাঠানো হবে।

রাজভবন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচন ঘিরে বাংলায় বিভিন্ন অশান্তি ও হিংসার ঘটনার অভিযোগ উঠছে। নাগরিকদের সাহায্য করতেই “পিস রুম” খুলল রাজভবন। সরাসরি নাগরিকেরা তাঁদের অভিযোগ রাজ্যপালকে জানাতে পারবেন। ফোন করে বা ইমেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। “পিস রুম”-র ফোন নম্বর হল, 03322001641 আর ইমেইল আইডি হল, [email protected]

প্রসঙ্গত, আনন্দ বোস বাংলায় রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পর থেকেই রাজ্যের সমস্ত ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। রাজ্যে কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটলেই সেখানে তিনি নিজে ছুটে যান। এবার পঞ্চায়েত ভোট নিয়ে হিংসার ঘটনাতেও বিশেষ পদক্ষেপ নিলেন তিনি।