হাওড়া স্টেশন থেকে নিখোঁজ বহু ছাত্র, অভিযোগ শুভেন্দু অধিকারীর

সকাল সকাল বিস্ফোরক টুইট করে শিরোনামে উঠে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ মঙ্গলবার নবান্ন চলো (Nabanna Abhiyaan)-র ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ।…

4 BJP MLAs, Including Suvendu Adhikari, Suspended from Assembly Session for 30 Days

short-samachar

সকাল সকাল বিস্ফোরক টুইট করে শিরোনামে উঠে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ মঙ্গলবার নবান্ন চলো (Nabanna Abhiyaan)-র ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফুঁসছে সমগ্র বাংলা। এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাঁরই মাঝে এবার শুভেন্দু অধিকারী যা দাবি করলেন তা শুনে চমকে গিয়েছেন সকলে।

   

হাওড়া স্টেশন থেকে আচমকা বহু ছাত্র রাত থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি আজ মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘হাওড়া স্টেশনে আসা স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণকারী বহু ছাত্রকর্মী হঠাৎ মধ্যরাতের পরে নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁরা হলেন শুভজিৎ ঘোষ, পুলোকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বা তারা তাদের ফোনেরও উত্তর দিচ্ছে না। আমরা আশঙ্কা করছি যে তারা মমতা পুলিশ দ্বারা গ্রেপ্তার বা আটক হয়ে থাকতে পারে। তাদের কিছু হলে পুলিশকে জবাবদিহি করতে হবে।’

শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় ইতিমধ্যে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে এই অভিযোগ প্রসঙ্গে পাল্টা অভিযোগ করেছেন কুণাল ঘোষ। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সকালবেলা উত্তেজনা ছড়াতে এই পোস্ট।
1) এরা কারা?
2) সত্যিই নিখোঁজ?
3) এধরণের কোনো অন্তর্ঘাতমূলক কাজ ওদের নিজেদের করা নয় তো? গতকালই আমরা বলেছিলাম।
4) ‘ছাত্র সমাজে’র নামে কর্মসূচির টাকা আসছে কোথা থেকে?
5) উস্কানি দিয়ে গোলমাল করাতে এই ধরণের রটনা (বা ঘটনা তৈরি) কিনা, তদন্ত দরকার।’