কলকাতা: আর মাত্র কিছুক্ষণ, তারপর ধেয়ে আসছে আরও ভারী বৃষ্টিপাত (Heavy Rainfall)। ভারী বৃষ্টি কাকে বলে তা গতকা বৃহস্পতিবার রাত থেকে টের পাচ্ছেন কলকাতা সহ সমগ্র বাংলার মানুষ। গতকাল রাত থেকে একটানা বৃষ্টিপাত হয়েই চলেছে। এদিকে টানা বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে বেশ খানিকটা মুক্তি পেয়েছেন সাধারণ মানুষ। কিন্তু এখানেই শেষ নয়, সাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের কারণে আরও বৃষ্টি ধেয়ে আসছে বলে খবর।
আইএমডি জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। যে কারণে আজ ১৪ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। অন্যদিকে ঝাড়খণ্ডে ১৪ ও ১৫ সেপ্টেম্বর ছত্তিশগড় এবং ১৬ সেপ্টেম্বর পূর্ব মধ্যপ্রদেশ প্রবল বৃষ্টিপাতের ভ্রূকুটি জারি করা হয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ বিহার ও ছত্তিশগড়ে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ উপকূলে অবস্থানরত নিম্নচাপটি সকাল থেকে বাংলাদেশ ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ক্যানিং (পশ্চিমবঙ্গ) থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং কলকাতা (পশ্চিমবঙ্গ) থেকে ১০০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এটি ক্রমশ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং গভীর নিম্নচাপের তীব্রতা বজায় রেখে পরবর্তী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড অতিক্রম করবে। নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় শনিবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী (২০০ মিলিমিটারের বেশি) বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ শনিবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পুরুলিয়ায়।
The depression over Bangladesh coast intensified into a deep depression in the morning (0530 hrs IST) today, 14 Sep over Bangladesh and adjoining Gangetic West Bengal, 90km northeast of Canning (West Bengal) and 100 km east-northeast of Kolkata (West Bengal).
Likely to continue… pic.twitter.com/cGZ9VdBCqq— India Meteorological Department (@Indiametdept) September 14, 2024
Extremely heavy rainfall likely to occur over Gangetic West Bengal, Jharkhand and Odisha and very heavy rainfall likely over Bihar and Chhattisgarh today 14.09.2024.#IMDWeatherUpdate #RainfallUpdate #rainfalltoday #WestBengal #jharkhand #Odisha #bihar #chhattisgarh… pic.twitter.com/8XsKPxKbQm
— India Meteorological Department (@Indiametdept) September 14, 2024