বাংলাদেশে জারি কারফিউ, বাংলা থেকে ছাড়বে না ট্রেন, জানিয়ে দিল পূর্ব রেল

লাগাতার কয়েকদিন ধরে কোটা বিরোধী আন্দোলনের জেরে জ্বলছে বাংলাদেশ। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট, দেশের আইন ব্যবস্থাও কার্যত সরকারের হাতের বাইরে চলে গিয়েছে। দফায় দফায়…

লাগাতার কয়েকদিন ধরে কোটা বিরোধী আন্দোলনের জেরে জ্বলছে বাংলাদেশ। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট, দেশের আইন ব্যবস্থাও কার্যত সরকারের হাতের বাইরে চলে গিয়েছে। দফায় দফায় বিক্ষোভের আগুনে জ্বলে ছারখার হয়ে যাচ্ছে দেশের একাধিক অংশ। এদিকে এই বিক্ষোভের আঁচ বাংলাতেও পড়েছে। প্রভাব পড়েছে দুই দেশের পরিবহণ ব্যবস্থাতেও। এবার এই প্রসঙ্গে মুখ খুলল পূর্ব রেল।

চাকরির কোটা নিয়ে বাংলাদেশে দেশব্যাপী বিক্ষোভ প্রসঙ্গে ইস্টার্ন রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আজ শনিবার বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে রবিবার চলা বন্ধন এক্সপ্রেসও। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে আমরা এই ট্রেন বাতিল করেছি। রবিবার চলবে না বন্ধন এক্সপ্রেস।”

   

ভারত-বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল কবে শুরু হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে তিনি আশা করছেন খুব শিগগিরই এই ট্রেন চলাচল শুরু হবে এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে। গতকালই পূর্ব রেলের এক আধিকারিক জানান, শনিবার বাতিল থাকবে ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। এছাড়া রেকের জোগান নিয়ে অনিশ্চয়তার জেরে রবিবার বাতিল থাকবে ১৩১২৯-১৩১২০ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসের পরিষেবা।

এদিকে বাংলাদেশে চলমান বিক্ষোভের মধ্যে ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন। অ্যাডভাইজরিতে বলা হয়েছে, বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।