BJP Medinipur: প্রার্থী তালিকা ঘোষণা হতেই ‘গুরু-শিষ্যে’র দ্বন্দ্ব বিজেপিতে

রাজনীতিতে অগ্নিমিত্রার উত্থান দিলীপ ঘোষের হাত ধরে আর এইবার সেই ‘ঘোষ’ বাবুর কেন্দ্রে তাঁকে টিকিট দিল গেরুয়া শিবির। এ যেন রূপকথার গল্পের প্লট! এ যেন…

dilip agnimitra

রাজনীতিতে অগ্নিমিত্রার উত্থান দিলীপ ঘোষের হাত ধরে আর এইবার সেই ‘ঘোষ’ বাবুর কেন্দ্রে তাঁকে টিকিট দিল গেরুয়া শিবির। এ যেন রূপকথার গল্পের প্লট! এ যেন ‘গুরু- শিষ্যার’ দ্বন্দ্ব। তবে রাজনীতির ময়দানে দু’জনে একে অন্যকে সমীহ করে স্বীকার করে নিয়েছে, ‘দল বড়, আমরা নয়।’ রবিবার রাতে যখন সকলে আশা ছেড়ে দিয়েছে যে আজকেও বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হবে না ঠিক সেই সময় প্রার্থী তালিকা প্রকাশ হলো এবং চমকে দেওয়ার মতো ঘটনা ঘটল।

যদিও এই ঘটনা যে ঘটবে এমন আভাস ছিল। দিলীপ ঘোষকে অন্য কেন্দ্রে দাঁড় করানো হতে পারে এমন ভুয়ো খবর ভাসছিল, আর সেই খবরেই শিলমোহর পড়ল রবিবার রাতে। তাঁকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করল গেরুয়া শিবির। আর মেদিনীপুরে দিলীপের কেন্দ্রে দাঁড় করানো হল, রাজনীতিতে তাঁরই শিষ্যা অগ্নিমিত্রা পালকে।

রবিবার রাতে মেরুন রঙের গেঞ্জি পরে যখন ঘোষ বাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তখন তাঁকে একটু হলেও বিরক্ত দেখাচ্ছিল। অভিমান জমেছে কি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বহুদিন ধরে। তাঁর কথায় “আমাকে বলা হয়েছিল কেন্দ্রের পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম, আট বছর ধরে যেখানে আছি, কাজ করেছি, লড়াই করেছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়তে চাই। তবে দলের সিদ্ধান্তই শেষ কথা।” কথাগুলো তিনি বললেন বটে তবে অভিমান কিন্তু আটকে রাখতে পারলেন না।

অপরদিকে দিলীপ ঘোষের সঙ্গে রবিবার বিকেলে দেখা করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেখানে গিয়ে তিনি বলেন, ‘দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা। দিলীপ দার সঙ্গে দেখা করতে আসতেই পারি। প্রার্থী তালিকা তো এখনও ঘোষণা হয়নি। দল যেখানে দায়িত্ব দেবে, সেখানেই দাঁড়াব।”

দল আপাতত দুজনকে দুই নতুন কেন্দ্রে দায়িত্ব দিয়েছেন। মেদিনীপুর বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত হলেও এইবার তাঁদের লড়াই ঘাসফুলের দুই সেলেবের সাথে। একদিকে কীর্তি আজাদ এবং অন্যদিকে জুন মালিয়া। ‘গুরু- শিষ্যা’ কি জিতে আসতে পারবে নাকি দুজনেই পরাজিত হবে, সেটাই দেখার।