জোকার ইএসআই হাসপাতালে ঢোকার মুখে মমতা সরকারের অস্বস্তি বাড়ালেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ব্যাঙ্ক, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা কোনওটাই পার্থর নয় তা তিনি স্পষ্ট করলেন।
এসএসসি দুর্নীতিকাণ্ডে বর্তমানে ১০ দিনের ইডির হেফাজতে রয়েছেন। এদিকে আদালতের নির্দেশ অনুযায়ী, দুদিন অন্তর দুজনের স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই অনুযায়ী, রবিবারও পার্থ ও পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জোকায় নিয়ে আসা হয়। এরপরেই পার্থ হুইলচেয়ারে বসে সাংবাদিকদের ম্যারাথন প্রশ্নের উত্তরে পার্থ বলেন, ‘এই টাকা আমার নয়’। এদিকে পার্থর মন্তব্যে জল্পনা শুরু হয়েছে, তাহলে এত টাকা ‘কার’? কার বা কাদের দিকে ইঙ্গিত করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী?
ইডির জেরার মুখে সম্প্রতি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা জানিয়েছেন, এই টাকার বিষয়ে তিনি কিছু জানেন না। সেই টাকা নাকি অর্পিতার ফ্ল্যাটে রেখে যেতেন পার্থরই ‘লোকজন’! শুধু তাই নয়, জেরায় অর্পিতা জানিয়েছেন, মাঝেমধ্যে তাঁর বাড়িতে আসতেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়ও। তবে যে ঘরে টাকা রাখা রয়েছে, সেই ঘরে তার ঢোকার অনুমতি ছিল না বলে জানিয়েছেন অর্পিতা। কোথা থেকে টাকা এসেছে তা তিনি জানতেন না। অথচ রবিবার পার্থ সেই টাকা তাঁর নয় বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়।
একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালে প্রবেশের আরও একটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁকে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, সময় এলেই বুঝতে পারবেন। সকল ষড়যন্ত্রের পিছনে কে রয়েছে তা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।