SSC Scam: তিন ঘণ্টা জেরার পর শিক্ষা প্রতিমন্ত্রীকে আপাতত ছাড়ল সিবিআই

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) কন্যা অঙ্কিতার নাম মেধা তালিকায় ছিল না। কিন্তু তার নাম অবৈধ উপায়ে তালিকায় ঢোকানো হয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগের…

State Minister for Education Paresh Adhikari

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) কন্যা অঙ্কিতার নাম মেধা তালিকায় ছিল না। কিন্তু তার নাম অবৈধ উপায়ে তালিকায় ঢোকানো হয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয়। হাইকোর্ট এই মামলায় পরেশ অধিকারীকে সিবিআই জেরার মুখোমুখি হতে নির্দেশ দেয়।

টানা তিন ঘণ্টা জেরার পর আপাতত তাঁকে ছাড় দিল সিবিআই। পরবর্তীতে আরও জেরার সম্ভাবনা।

   

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে জেরা করেছে সিবিআই। জানা গিয়েছে পার্থবাবুর উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই। তাঁকে আরও একবার ডাকতে চলেছে সিবিআই। জেরা এড়াতে পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছেন পার্থ চট্টোপাধ্যায়।

সিবিআই সূত্রে খবর, এদিন দুই দফায় পরেশ অধিকারীকে জিজ্ঞেস করা হয়। তাঁর বয়ান লিপিবদ্ধ করা হয়েছে৷ এদিন দুই আধিকারিক পরেশ মন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেন৷ ছিলেন এসপি পদমর্যাদার অফিসার।

Advertisements

এদিন মূলত জিজ্ঞাসাবাদে যে বিষয়টি সিবিআই আধিকারিকরা জানতে চান তা হল পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ নিয়েই৷ কোন সালে নিয়োগ হয়েছিল? সেই সময় শিক্ষামন্ত্রী কে ছিলেন? কোন কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছিল সবটাই জানতে চান সিবিআই আধিকারিকরা৷

এমনিতেই সিবিআইয়ের দায়ের করা এফআইআরে উল্লেখ রয়েছে ৬১ নম্বর পরীক্ষায় পেয়েছেন পরেশ কন্যা অঙ্কিতা। কিন্তু পার্সোনালিটি এলিজিবিলিটি টেস্টে তাঁর কোনও নম্বরের উল্লেখ নেই৷ সেখান সিবিআইয়ের সন্দেহ দুর্নীতি হয়েছে। এদিন পুরো বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়৷

সিবিআই সূত্রে খবর, পরেশ অধিকারীর সমস্ত বয়ান খতিয়ে দেখা হবে৷ তা যাচাই করা হবে। প্রয়োজন পড়লে ফের তলব করা হতে পারে রাজ্যের মন্ত্রীকে৷ এমনকি তাঁর মেয়ে অঙ্কিতাকেও তলব করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News