BJP: গোহারা হারের পর বঙ্গ বিজেপিতে শুরু দিলীপ-সুকান্তর মুন্ডপাত, নেতারা ‘হাওয়া’

উপনির্বাচনে বিরোধী দল বিজেপির (BJP) পরাজয় অব্যাহত। বিজেপির রক্তক্ষরণ আরও বাড়িয়ে দুবারের দখলে লোকসভা আসন হাতছাড়া। ফলাফল ঘোষণার পর প্রত্যাশিতভাবেই মুরলীধর সেন লেনের রাজ্য দফতরের…

After by election defet local bjp leders attacks sate leaders

উপনির্বাচনে বিরোধী দল বিজেপির (BJP) পরাজয় অব্যাহত। বিজেপির রক্তক্ষরণ আরও বাড়িয়ে দুবারের দখলে লোকসভা আসন হাতছাড়া। ফলাফল ঘোষণার পর প্রত্যাশিতভাবেই মুরলীধর সেন লেনের রাজ্য দফতরের দিকে লক্ষ্মণের শক্তিশেলের মতো বাক্যবাণ। নেতাদের মুন্ডপাত শুরু হয়ে গেল।

আসানসোল লোকসভা কেন্দ্রে পরাজিত বিজেপি। হারের পর প্রার্থী অগ্নিমিত্রা পলে জানান, জনতার রায় মেনে নিনাম। কিন্তু দলীয় নেতাদের পরবর্তী কর্মসূচি নিয়ে ভাবনা চিন্তা করা দরকার।

   

তিনি বলেন, এটাকে একটা স্টেপিং স্টোন হিসাবে দেখে আমাদের ২০২৪ এর জন্য তৈরি হতে হবে। শুধু আসানসোলে নয় সব জায়গায়। এত সন্ত্রাস। কিন্তু সন্ত্রাস থাকবেই। তৃণমূল মানেই ছাপ্পা, মানুষ খুন। কিন্তু এটার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু করতে গেলে তৃণমূলের এই সন্ত্রাসকে ছাপিয়ে কাজ করতে হবে। সংগঠনকে শক্ত করতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। চোখে চোখ রেখে লড়াই করতে হবে।’

অগ্নিমিত্রার কটাক্ষ নিশানায় রাজ্য বিজেপি সভাপতি সুকাম্ত মজুমদার। বিজেপির অভ্যন্তরেই চলছে সুকাম্তবাবুকে নিয়ে মস্করা। কটাক্ষ করে কয়েকজন বলছেন, নিজের এলাকা বালুরঘাটের একটা ওয়ার্ড জেতার ক্ষমতা নেই সে কী করে দলকে চালাবে।

আরও কটাক্ষের নিশানায় পড়তে চলেছেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। অভিযোগ, উপনির্বাচনের আগেই তিনি গা ছাড়া দিয়েছিলেন। পরাজয় নিশ্চিত এমন বার্তা দেন ঘনিষ্ঠ মহলে। এরপর তিনি রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ সফরে চলে যান। ফেরান পর আসানসোলে নামমাত্র প্রচার করেন।

দিলীপবাবু গানই করুন, আর কী করবেন! এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি সমর্থকদের। সোশ্যাল মিডিয়ায় চলছে আক্রমণ। দলের তরফে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বেসুরো গলায় দিলীপ ঘোষের গান ভাইরাল হয়েছে। এর পর থেকে সমালোচনার তীর ধেয়ে যাচ্ছে তাঁর দিকে।

বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা উপনির্বাচনে পরাজয়ের পর দলীয় নেতাদের মুন্ডপাত করতে শুরু করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘অপরিণত নেতাদের জন্যই উপনির্বাচনে এই ফল হয়েছে। তৃণমূলের থেকে অনেক কিছু শেখার আছে’।

বিজেপি রাজ্য নেতাদের উপর আরও হামলা হবে বলেই ধারণা বিশ্লেষকদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জমা ক্ষোভ উগরে দিতে চলেছেন দলেরই একাংশ নেতা। প্রবীন নেতা তথাগত রায় আগেই বলেছেন রাজ্যে বিজেপির ভবিষ্যত অন্ধকার।