সময়ের আগে আরও এগলো বর্ষা, বাংলা সহ বহু রাজ্যে নামবে বৃষ্টি

আর কিছুদিনের অপেক্ষা, ব্যস তারপরেই দেশজুড়ে বর্ষার আগমন ঘটতে চলেছে। আইএমডি আজ মঙ্গলবার দুপুরে বুলেটিন জারি করে জানিয়ে দিল, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (Monsoon)-র অগ্রগতি হতে…

সময়ের আগে আরও এগলো বর্ষা, বাংলা সহ বহু রাজ্যে নামবে বৃষ্টি

আর কিছুদিনের অপেক্ষা, ব্যস তারপরেই দেশজুড়ে বর্ষার আগমন ঘটতে চলেছে। আইএমডি আজ মঙ্গলবার দুপুরে বুলেটিন জারি করে জানিয়ে দিল, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (Monsoon)-র অগ্রগতি হতে চলেছে বেশ কিছু রাজ্যে।

বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগরের আরও কিছু অংশ, গুজরাট রাজ্য এবং মধ্যপ্রদেশ এবং দক্ষিণ-পূর্ব রাজস্থানের কিছু অংশে অগ্রসর হয়েছে। অন্যদিকে উত্তর আরব সাগর, গুজরাট রাজ্য, মধ্যপ্রদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রসর হওয়ার পরিস্থিতি অনুকূল একদম।

এরইসঙ্গে দেশের অন্যান্য কিছু রাজ্য যেমন রাজস্থানের আরও কিছু অংশ, ছত্তিশগড়ের বাকি অংশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের সর্বত্র দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি হয়ে গেল। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩-৪ দিনের মধ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ, পঞ্জাবের উত্তরাংশ এবং হরিয়ানার উত্তরাংশের কিছু অংশে বর্ষার পা পড়ে যাবে।

এদিকে আজ কিছুক্ষণের মধ্যে বাংলার জেলাগুলিতে একটু হলেও বৃষ্টি হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে খবর। আজ আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতার বিস্তীর্ণ অঞ্চল, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ৩০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া।

Advertisements

আজ এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলায় কোনওরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় বাতাসে আদ্রতা থাকার জেরে অস্বস্তিকর ঘর্মাক্ত এবং গরম আবহাওয়া বিরাজ করবে।