জনসমক্ষে বক্তব্যের পরেই হুমকি! নিরাপত্তার দাবিতে হাইকোর্টে আবেদন শ্রীলেখার

টলিউডের পরিচিত মুখ ও প্রখর মতামতের জন্য চেনা অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এবার নিজের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হলেন। তাঁর অভিযোগ, বিগত কয়েক…

Actress Srilekha Mitra Alleges Harassment, Seeks Protection from High Court

টলিউডের পরিচিত মুখ ও প্রখর মতামতের জন্য চেনা অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এবার নিজের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হলেন। তাঁর অভিযোগ, বিগত কয়েক সপ্তাহ ধরে তিনি একধরনের সামাজিক বয়কট ও মনস্তাত্ত্বিক হেনস্থার শিকার হচ্ছেন। এমনকি তাঁর বাসস্থানের সামনের অংশে পোস্টার ও ব্যানার দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে তিনি চরম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছেন।

শ্রীলেখা (Sreelekha Mitra) হাইকোর্টে এক লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন যেখানে তিনি উল্লেখ করেন, সম্প্রতি তাঁর কিছু বক্তব্য ও মতামতের কারণে একটি মহল তাঁকে নিশানা করছে। সেই মহলের তরফ থেকেই তাঁর বিরুদ্ধে সাংস্কৃতিকভাবে বয়কটের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

   

বাড়ির সামনে পোস্টার, মনস্তাত্ত্বিক চাপ

অভিনেত্রীর (Sreelekha Mitra) দাবি অনুযায়ী, অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তাঁর বাড়ির সামনে একের পর এক পোস্টার ও ব্যানার লাগিয়ে যাচ্ছে। সেগুলিতে তাঁর চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে এবং তাঁর মতাদর্শকে অপমান করা হচ্ছে। এভাবে দিনের পর দিন তাঁর বাড়ির সামনে এইসব ব্যানার, চিৎকার-চেঁচামেচি, এমনকি নজরদারির মতো কাজকর্ম চলছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।

তিনি বলেন, “আমি একজন নাগরিক হিসেবে স্বাধীনভাবে মত প্রকাশ করতেই পারি। কিন্তু তার জন্য যদি আমাকে এভাবে একঘরে করে দেওয়া হয়, সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। আমি এখন আমার নিজের বাড়িতেই নিরাপদ বোধ করছি না।”

আইনগত পদক্ষেপ ও হাইকোর্টের অনুমোদন

এই অবস্থায় শ্রীলেখা মিত্র(Sreelekha Mitra) হাইকোর্টে নিরাপত্তা চেয়ে আবেদন করেন। আদালত প্রাথমিকভাবে তাঁর আবেদনের ভিত্তিতে মামলার অনুমোদন দিয়েছে। জানা গেছে, মামলাটি রুজু হলে আগামী সপ্তাহেই শুনানি হতে পারে। হাইকোর্ট সূত্রে খবর, আবেদনপত্রে শ্রীলেখা জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু পর্যাপ্ত পুলিশি সাহায্য পাননি। সেই কারণেই এবার তাঁকে হাইকোর্টে যেতে হয়েছে।

Advertisements

সমাজে মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত?

এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে প্রশ্ন উঠে এল — আজকের সমাজে মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত? এক জন শিল্পী যদি নিজের মতামত প্রকাশ করেন, তবে তাঁকে এইভাবে সামাজিকভাবে একঘরে করে দেওয়া, হেনস্থা করা — এসব গণতান্ত্রিক পরিসরের পরিপন্থী বলেই অনেকের মত।

শ্রীলেখা মিত্র(Sreelekha Mitra) সবসময়ই স্পষ্টভাষী ও নিঃসংকোচে মতপ্রকাশে বিশ্বাসী। এর আগেও নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের অবস্থান জানাতে তিনি পিছপা হননি। তবে এবারে যেভাবে তাঁকে ঘিরে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিঃসন্দেহে উদ্বেগজনক।

সমর্থন ও প্রতিক্রিয়া

শ্রীলেখার(Sreelekha Mitra) এই পদক্ষেপের পর টলিউডের একাংশ তাঁর পাশে দাঁড়িয়েছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “একজন নারীর স্বাধীনতা ও নিরাপত্তা যখন প্রশ্নের মুখে, তখন আমাদের নীরব থাকা উচিত নয়।”

তবে অন্য একটি অংশ বলছে, “যখন কেউ খোলাখুলি মত প্রকাশ করেন, তখন তাঁকে প্রতিক্রিয়ার জন্যও প্রস্তুত থাকতে হয়।”