শিয়ালদহ ডিভিশনে মহিলা যাত্রীদের নিয়ে ছুটবে AC ট্রেন

কলকাতা: বহু প্রতিক্ষার পর অবশেষে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা যুক্ত হতে চলেছে৷ আপাতত মহিলা যাত্রীদের জন্য চালু হচ্ছে এই AC কামরা৷ প্রথমে…

কলকাতা: বহু প্রতিক্ষার পর অবশেষে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা যুক্ত হতে চলেছে৷ আপাতত মহিলা যাত্রীদের জন্য চালু হচ্ছে এই AC কামরা৷ প্রথমে মহিলা কামরা দিয়ে যাত্রা শুরু হলেও ধাপে ধাপে অন্য অংশেও তা বাড়ানো হবে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে৷

পূর্ব রেল সূত্রে খবর, রবিবার অর্থাৎ ২৮ জানুয়ারি প্রথম শ্রেণির কামরা থাকা লোকাল ট্রেনকে সবুজ পতাকা দেখানো হবে৷ রানাঘাট-শিয়ালদহ অংশে মাতৃভূমি লোকালে চলবে এই প্রথম শ্রেণির কামরাসহ লোকাল ট্রেন৷ এরপর শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বারুইপুর বা শিয়ালদহ-ডানকুনি রুটের যে কোনও একটিতে আগামী দিনে পরীক্ষামূলকভাবে ছুটতে পারে এসি লোকাল ট্রেন৷

তবে, রানাঘাট-শিয়ালদহ শাখার ঠিক কোন কোন মাতৃভূমি লোকালে প্রথম শ্রেণির কামরা যুক্ত করা হবে সেই বিষয়ে পূর্ব রেলের তরফে আপাতত নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি৷ শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত ৭৪ কিলোমিটার দূরত্বে সাধারণ কামরায় ভাড়া পড়ে ২০ টাকা৷ প্রথম শ্রেণির কামরায় ওই ভাড়া পড়বে ১১০ টাকা৷ সাধারণ কামরায় মাসিক টিকিটের ক্ষেত্রে যেখানে ভাড়া পড়ে ৩৫৫ টাকা, সেখানে প্রথম শ্রেণিতে ওই ভাড়া পড়বে মাসিক ১২৭০ টাকা৷ তবে এসি লোকাল ট্রেন চললে উপকৃত হবে বহু মানুষ এমনটাই আশাবাদী পূর্ব রেল কর্তৃপক্ষ৷

যেহেতু কলকাতায় এসি মেট্রো পরিষেবা সফলভাবে চলছে তাই সেই অভিজ্ঞতা কাজে লাগাবে লোকাল ট্রেনেও৷ পূর্ব রেলের কর্তাদের আশা, এসি লোকাল ট্রেন পরিচালনার ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হবে না তাঁদের৷ যাত্রা শুরুর পর যাত্রীদের প্রতিক্রিয়া বুঝে পরিষেবা বাড়ানোর দিকে নজর দিতে পারে রেল কর্তৃপক্ষ৷