আচমকা প্রধানমন্ত্রীকে নিয়ে টুইট অভিষেকের, চমকে গেল দেশ

  আজ মঙ্গলবার সকাল সকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে টুইট করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর এই টুইট দেখে চমকে গেল বাংলা…

modi abhishek

 

আজ মঙ্গলবার সকাল সকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে টুইট করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর এই টুইট দেখে চমকে গেল বাংলা তথা দেশীয় রাজনৈতিক মহল। আজ আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তিনি ৭৪ বছরে পা দিয়েছেন। আর এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ পোস্ট করলেন অভিষেক।

   

এমনিতে নানা রাজনৈতিক তরজা রয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। দেশের প্রধানমন্ত্রীকে ১০০ দিনের কাজ থেকে শুরু করে মেয়েদের নিরাপত্তা, নানা জায়গায় ভোট ইত্যাদি ইস্যুকে কেন্দ্র করে লাগাতার নিশানা করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আজ আচমকা নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকলকে চমকে দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

নিজের এক্স হ্যান্ডেলে আজ অভিষেক লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি।’ এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বিজেপির তরফে আজ বিশেষ অনুষ্ঠান সহ বিভিন্ন উদযাপনের আয়োজন করা হয়েছে। বিশ্বকর্মা পুজোর সঙ্গে মিল রেখে বিজেপি কর্মীরা মোদীর মূর্তি তৈরি করেছেন, যাঁকে ভগবান বিশ্বকর্মা রূপে দেখানো হয়েছে।

পাটনার বেদ স্কুলে দুধের অভিষেক ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে মোদীর ছবিকে সম্মান জানানো হয়। শ্রমিকরা মোদীকে আধুনিক যুগের বিশ্বকর্মা হিসাবে প্রশংসা করেছেন। সেইসঙ্গে ভারতকে বিশ্বব্যাপী স্বীকৃতি আনার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা তুলে ধরেছিলেন। প্রধানমন্ত্রী মোদী ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। জন্মদিনে বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে শুভেচ্ছা জানান।

বিদেশ থেকেও প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর আরোগ্য কামনা করেছেন।