সেদিন এক সদ্য নির্বাচিত সাংসদ গল্পের ছলে বললেন, ‘ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abshiek Banerjee) ফোন করে বলেছেন, যারা যারা তোমার এলাকায় ভোটের সময় কাজ করেননি, তাঁদের তালিকা পাঠাও। দল এখন থেকেই সতর্ক হবে। সামনেই আরও বড় নির্বাচন আসছে।’ তবে এই সদ্য নির্বাচিত সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী এও জানিয়েছেন যে, ‘ তিনি এই তালিকা দিতে নারাজ। কারণ তাঁদের নামের তালিকা পাঠালে সেটা তাঁদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাবে।’
অলিম্পিক শুরুর আগে ‘রেল নাশকতা’, প্যারিসের ট্রেন চলাচল বিপর্যস্ত
সম্প্রতি ঘাসফুলের অন্দরের খবর, গত লোকসভা নির্বাচনে দলের সাংগঠনিক নেতা এবং জন প্রতিনিধিদের ভূমিকা নিয়ে বিধায়ক ও সাংসদদের কাছে লিখিত রিপোর্ট চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ফল ভাল হয়েছে। তারপরও বেশ কিছু বিধানসভা ও পুরসভাভিত্তিক ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, নির্বাচনে কোনও অন্তর্ঘাত হয়নি তো? জানা গিয়েছে যে বেশ কিছু উপর সারির নেতাসহ অনেক দাপুটে নেতা বেশ কিছু অঞ্চলের দলের ফল খারাপ করার বিষয়ে দায়ী। নির্বাচনের ফলাফল কাটাছেঁড়া করে তৃণমূল দেখেছে রাজ্য জুড়ে ৭৪টি পুর এলাকায় হেরেছে তারা।
সৌমিত্রকে কি গ্রেফতার করবে রাজ্য পুলিশ? কী বলল কলকাতা হাইকোর্ট
অভিষেক ইতিমধ্যেই ২১ জুলাইয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন, পুর এলাকায় দলের সাংগঠনিক নেতা ও জন প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। তার আগেই দলের অন্দরের এই রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত অনেকেই আশা করেননি একুশে জুলাইয়ের মঞ্চের হুঁশিয়ারির পরে এতঁ তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ হবে। আরও জানা গিয়েছে যে ঘাসফুল শিবির এই বিষয়ে বেশ সতর্ক। তাঁরা কোনও রকম অন্তর্ঘাত বরদাস্ত করবে না।